Image

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জেরে আলজারি জোসেফকে আইসিসির জরিমানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জেরে আলজারি জোসেফকে আইসিসির জরিমানা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জেরে আলজারি জোসেফকে আইসিসির জরিমানা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জেরে আলজারি জোসেফকে আইসিসির জরিমানা

ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফকে বাংলাদেশের বিপক্ষে সেন্ট কিটস এবং নেভিসে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসি আচরণবিধির লেভেল ১ ভঙ্গের কারণে তার ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

জোসেফের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্ট (আচরণবিধির) অনুচ্ছেদ ২.৩ ভঙ্গের অভিযোগ আনা হয়, যা "শ্রবণযোগ্য অশালীন শব্দ ব্যবহারের" সঙ্গে সম্পর্কিত।

জরিমানার সাথে তার শৃঙ্খলাভঙ্গ রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এটি ছিল ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ।

ঘটনাটি খেলার শুরু হওয়ার আগে ঘটে, যখন চতুর্থ আম্পায়ার তাকে স্পাইক জুতা পরে পিচে হাঁটতে নিষেধ করেন। এ সময় জোসেফ আপত্তিজনক এবং অবমাননাকর ভাষা ব্যবহার করেন।

জোসেফ অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো কর্তৃক প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও লেসলি রেইফার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট আলজারি জোসেফের বিপক্ষে অভিযোগ উত্থাপন করেন।

লেভেল ১ ভঙ্গের শাস্তি হিসেবে ন্যূনতম অফিসিয়াল তিরস্কার এবং সর্বোচ্চ ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three