Image

জেয়ডেন সিলস, কেভিন সিনক্লেয়ারকে আইসিসির জ'রিমানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জেয়ডেন সিলস, কেভিন সিনক্লেয়ারকে আইসিসির জ'রিমানা

জেয়ডেন সিলস, কেভিন সিনক্লেয়ারকে আইসিসির জ'রিমানা

জেয়ডেন সিলস, কেভিন সিনক্লেয়ারকে আইসিসির জ'রিমানা

ওয়েস্ট ইন্ডিজের পেসার জেয়ডেন সিলস এবং কেভিন সিনক্লেয়ার বাংলাদেশ বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করেছেন। সিলসকে তার ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২০ অনুচ্ছেদ ভেঙেছেন। একাদশে জায়গা না পাওয়া সিনক্লেয়ার বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে করেন স্লেজিং। তাকেও শাস্তির আওতায় এনেছে আইসিসি। 

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে, সিলস মাহমুদুল হাসান জয়ের উইকেট নিয়ে বাংলাদেশের ড্রেসিংরুমের দিকে অসঙ্গত এবং আগ্রাসী ইঙ্গিত করেন। আর তাতেই জরিমানার সাথে সিলসের শৃঙ্খলা রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে, যা ২৪ মাসের মধ্যে তার প্রথম অপরাধ। 

অন্যদিকে, কেভিন সিনক্লেয়ারকে তার ম্যাচ ফি-এর ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কারণ তিনি আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যা "একটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশনা উপেক্ষা করা" সম্পর্কিত। তার জরিমানা ছাড়াও, রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। 

সিনক্লেয়ার অনফিল্ড আম্পায়ারদের নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশ ব্যাটারদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক এবং কঠিন ভাষা ব্যবহার করতে থাকেন।

সিলস এবং সিনক্লেয়ার তাদের অপরাধ স্বীকার করেছেন এবং আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারি জেফ ক্রোয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three