৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
-
1
বাবর বিতর্কে ক্লান্ত সালমান আগা, দলে অন্যদের দিকেও নজর দেওয়ার আহ্বান
-
2
অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি
-
3
সেঞ্চুরি জুটি ও ধারালো বোলিংয়ে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
-
4
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত
৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
৯ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন স্যান্টনার
হ্যামিলটনে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ৩১৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ইংলিশ বোলার ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসনের আক্রমণে প্রথম দিনেই ৯ টি উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা।
সেডন পার্কে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ১০৫ রানের ওপেনিং জুটি গড়েন দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং। গাস অ্যাটকিনসনের বলে ৪২ রানে ফেরেন ইয়ং। ম্যাথিউ পটসের শিকার হন টম ল্যাথাম। ৯ চারে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
৪৪ রানে কেন উইলিয়ামসন আউট হলে ১৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ড্যারিল মিচেল ১৪, টম ব্লান্ডেল ২১ রানে বিদায় নিলে ৪১ রানের জুটি গড়েন মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।
শেষ দিকে ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন টিম সাউদি। ৫৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্যান্টনার, এবং কোনো রান না করে অপরাজিত থাকেন উইলিয়াম।
ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন ম্যাথু পটস ও গাস অ্যাটকিনসন। ২ উইকেট নেন ব্রাইডন কার্স এবং ১ টি উইকেট শিকার করেন বেন স্টোকস।
