Image

অভিষেকের অপেক্ষায় থাকা মার্ক চ্যাপম্যান নিউজিল্যান্ড দলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অভিষেকের অপেক্ষায় থাকা মার্ক চ্যাপম্যান নিউজিল্যান্ড দলে

অভিষেকের অপেক্ষায় থাকা মার্ক চ্যাপম্যান নিউজিল্যান্ড দলে

অভিষেকের অপেক্ষায় থাকা মার্ক চ্যাপম্যান নিউজিল্যান্ড দলে

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলবেন না নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। এই সপ্তাহে ওয়েলিংটনে প্রথম সন্তানের জন্মের জন্য অপেক্ষা করছেন কনওয়ে। তাই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই টেস্ট থেকে ছুটি নিয়েছেন। 

ডেভন কনওয়ের জায়গায় টেস্ট দলে নেয়া হয়েছে মার্ক চ্যাপম্যানকে। তিনি তৃতীয় ও শেষ টেস্টের আগে হ্যামিল্টনে দলের সাথে যোগ দেবেন।এদিকে দল হ্যামিল্টনে পৌঁছে গেছে বুধবার।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, দল কনওয়ের সিদ্ধান্তকে সমর্থন করেছে। "আমাদের এখানকার আবহে পরিবারই সবার আগে। তাই আমরা ডেভ ও তার স্ত্রী কিমের প্রথম সন্তানের অপেক্ষায় ভীষণ রোমাঞ্চিত।"

মার্ক চ্যাপমানের অন্তর্ভুক্তির বিষয়ে গ্যারি স্টেড বলেন, "মার্ক সম্প্রতি ভারতে টেস্ট দলের সাথে ছিলেন। প্লাঙ্কেট শিল্ডে তিনি ২৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন। তাই আমাদের সাথে তার যোগ দেওয়ার জন্য এটি একটি ভাল সময়।"

নিউজিল্যান্ড স্কোয়াড-টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, উইল ও’রোরকে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

Details Bottom
Details ad One
Details Two
Details Three