Image

বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল

বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল

বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেটে বাংলাদেশের রান ২৬৯। মেহেদী হাসান মিরাজের দলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনও পিছিয়ে ১৮১ রানে। মুমিনুল হকের পর ফিফটি পেয়েছেন জাকের আলি অনিক। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন। 

খুব কাছে গিয়েও কাল শেষ বিকেলে অলআউট হয়নি বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯। তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিনের খেলা।

তৃতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে সবচেয়ে বেশি ৪টি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৩ রান করে আলজারি জোসেফের শিকার। এরপর জাকের আলি অনিকের সাথে জুটি গড়েন তাইজুল ইসলাম। তবে ব্যক্তিগত ২৫ রানে তাইজুলও শিকার জোসেফের। নামের পাশে ২৫ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। 

৮৫ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ পাওয়া জাকের আলি অনিক এরপর আর ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি বেশিদূর। পার্টটাইম বোলার জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ তুলে বিদায় নেন ৫৩ রানে থাকা জাকের। গ্রিভসের দ্বিতীয় শিকার ৮ রান করা হাসান মাহমুদ। 

দলীয় ২৫৭ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশ এরপর ২৬৯ রান করে দিনের খেলা শেষ করে। অলআউট হয়ে যাওয়ার শঙ্কা কাটিয়ে তাসকিন, শরিফুল শেষ করে আসেন দিনের খেলা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three