বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল
বাংলাদেশকে অলআউট হতে দেননি তাসকিন-শরিফুল
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেটে বাংলাদেশের রান ২৬৯। মেহেদী হাসান মিরাজের দলে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনও পিছিয়ে ১৮১ রানে। মুমিনুল হকের পর ফিফটি পেয়েছেন জাকের আলি অনিক। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হন।
খুব কাছে গিয়েও কাল শেষ বিকেলে অলআউট হয়নি বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯। তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিনের খেলা।
তৃতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে সবচেয়ে বেশি ৪টি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২৩ রান করে আলজারি জোসেফের শিকার। এরপর জাকের আলি অনিকের সাথে জুটি গড়েন তাইজুল ইসলাম। তবে ব্যক্তিগত ২৫ রানে তাইজুলও শিকার জোসেফের। নামের পাশে ২৫ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে।
৮৫ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশ পাওয়া জাকের আলি অনিক এরপর আর ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি বেশিদূর। পার্টটাইম বোলার জাস্টিন গ্রিভসের বলে ক্যাচ তুলে বিদায় নেন ৫৩ রানে থাকা জাকের। গ্রিভসের দ্বিতীয় শিকার ৮ রান করা হাসান মাহমুদ।
দলীয় ২৫৭ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশ এরপর ২৬৯ রান করে দিনের খেলা শেষ করে। অলআউট হয়ে যাওয়ার শঙ্কা কাটিয়ে তাসকিন, শরিফুল শেষ করে আসেন দিনের খেলা।