আইপিএলে অবিক্রিত নিউজিল্যান্ডের ৩ তারকা, পৃথ্বী-রাহানেও পাননি দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে অবিক্রিত নিউজিল্যান্ডের ৩ তারকা, পৃথ্বী-রাহানেও পাননি দল

আইপিএলে অবিক্রিত নিউজিল্যান্ডের ৩ তারকা, পৃথ্বী-রাহানেও পাননি দল

আইপিএলে অবিক্রিত নিউজিল্যান্ডের ৩ তারকা, পৃথ্বী-রাহানেও পাননি দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের উত্তাপ এখন তুঙ্গে। সৌদি আরবের জেদ্দায় আজ দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে কেন উইলিয়ামসন এবং গ্লেন ফিলিপসের অবিক্রিত থাকার খবরে। আশ্চর্যজনক শুরুতে দল পাননি আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়ালও। 

দুই দিনব্যাপী ২০২৫ আইপিএল মেগা নিলামের দিকে চোখ ক্রিকেটপ্রেমীদের।  নিলামের প্রথম দিনে খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন। আজ হয়েছে আশ্চর্যজনক শুরু। নিউজিল্যান্ডের দুই তারকা কেন উইলিয়ামসন, অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

প্রথমে উইলিয়ামসন, এরপর আরেক কিউই ফিলিপসের নাম যখন ডাকা হয় টেবিল জুড়ে ছিল নীরবতা। দু'জনেরই ভিত্তিমূল্য ছিল সমান দুই কোটি রুপি করে।  নিউজিল্যান্ডের আরেক অলরাউন্ডার ড্যারিল মিচেলের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল। 

আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগরওয়ালও অবিক্রিত থেকে যান দিনের শুরুরে। দল না পাওয়ার তালিকায় আরেকটি বিস্ময়কর নাম পৃথ্বী শ। শারদুল ঠাকুর, শাই হোপ, অ্যালেক্স ক্যারিও পাননি দল। 

তবে এদিন ক্যারিবীয় অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে বেস প্রাইজ দেড় কোটি রুপি খরচে দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স। ফাফ ডু প্লেসিসের নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস। ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। 

নিতিশ রানাকে পেতে রাজস্থান রয়্যালসকে দিতে হয়েছে ৪.২০ কোটি রুপি। অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার জশ ইঙ্গলিসকে ২.৬০ কোটিতে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।