কেমার রোচ জানালেন, যেভাবে উইন্ডিজকে ৪৫০ রানে নিয়ে গেলেন
কেমার রোচ জানালেন, যেভাবে উইন্ডিজকে ৪৫০ রানে নিয়ে গেলেন
কেমার রোচ জানালেন, যেভাবে উইন্ডিজকে ৪৫০ রানে নিয়ে গেলেন
জাস্টিন গ্রেভস ও কেমার রোচের অসাধারণ নৈপুণ্যে প্রথম ইনিংসে বাংলাদেশকে ৪৫০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনে দ্রুতই হাসান মাহমুদ ২ উইকেট তুলে নিলে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। তবে এরপর প্রতিরোধ গড়েন জাস্টিন গ্রেভস ও কেমার রোচ।
ম্যাচ শেষে কেমার কোচ তাদের পরিকল্পনা সম্পর্কে বলেন, "আমরা জশ এবং আলজারির দুই উইকেট তাড়াতাড়ি হারিয়েছি। আমাদের জুটি গড়ার পরিকল্পনাটি ছিল যাতে ৩০০, ৩৫০, ৪০০ এর মত রান করতে পারি।"
কেমার কোচ ও জাস্টিন গ্রেভস মিলে ১৪০ রানের জুটি গড়েন। আর এই জুটির উপর ভর করেই ৪৫০ রান করতে পারে ওয়েস্টব ইন্ডিজ। জাস্টিনের সাথে দুর্দান্ত জুটি গড়ার পেছনে কারণ জানিয়ে রোচ বলেন,
"ব্যাটিংয়ের সময় আমার এবং জাস্টিনের মধ্যে জুটির পেছনে দুর্দান্ত যোগাযোগ ছিলো। আমি এবং জাস্টিন একই দেশ থেকে এসেছি। দলের ওই পরিস্থিতিতে জাস্টিন আমার সাথে ছিল তাই জুটিটা সফল হয়েছে। আমরা ভালো সঙ্গী এবং মাঠের বাইরেও আমাদের ভালো কথাবার্তা হয় এবং সেটাই জুটি গড়তে সাহায্য করেছে।"
১১৫ রান করে অপরাজিত থাকেন জাস্টিন গ্রেভস। তার প্রসংশা করে কেমার রোচ বলেন, " জাস্টিন গ্রেভস চমৎকার ব্যাট করেছে। সে শিখতে চায় এবং অনেক প্রশ্ন করে। এখন সে সত্যিই ভালো করেছে এবং আমি তাকে এটা চালিয়ে যেতে অনুরোধ করছি। তার মধ্যে দেখানোর আরো অনেক কিছু বাকি আছে। জাস্টিন শতক করার সময় ক্রিজে না থাকা আমার জন্য হৃদয়বিদারক ছিলো। আমি তাকে আলিঙ্গন করতে চেয়েছিলাম।"
ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো ব্যাটিং করেছে ভাষ্য রোচের, "আমরা শেষের দিকে ৪০০-৪৫০ রান তুলতে অবদান রেখেছি। ব্যাটিং গ্রুপ হিসাবে আমরা অনেক ভালো করেছি। এটা বেশ ভালো পিচ এবং আমরাী একটা দক্ষ দল। আজ রাতে কিছু আলোচনা হবে এবং আমরা সামনেও ভালো করবো।"