Image

আইপিএল মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত যারা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত যারা

আইপিএল মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত যারা

আইপিএল মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত যারা

সৌদি আরবের জেদ্দায় ২০২৫ আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে আজ খেলোয়াড় বিক্রি হয়েছে মোট ৭২ জন, বিপরীতে অবিক্রিত ১২ ক্রিকেটার। প্রথম দিনে অবিক্রিত থাকা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো। আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দল না পাওয়ার তালিকায় আছেন দেবদূত পাডিকাল। 

আইপিএল ২০২৫ মেগা-নিলামে অবিক্রিত হওয়া প্রথম খেলোয়াড় দেবদূত পাডিকাল। যদিও পরে তিনি দল পেতে পারেন। পাডিকালের ভিত্তিমূল্য ছিল ২ কোটি ভারতীয় রুপি। এর আগে ব্যাঙ্গালোরের জার্সি গায়ে দেখিয়ে দিয়েছিলেন, ওপেনার হিসেবে কী কী করতে পারেন দেবদূত পাডিকাল। 

জেদ্দায় আজকের জন্য ২০২৫ আইপিএল মেগা নিলামের কার্যক্রম শেষ। তবে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে প্রথম দিনে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। টেবিল জুড়ে ছিল নীরবতা। 

একই অবস্থা জনি বেয়ারস্টোর ক্ষেত্রেও। ইংল্যান্ডের কিপার-ব্যাটার জনি বেয়ারস্টো গেল আসরে পাঞ্জাব কিংসের হয়ে টুর্নামেন্ট মাতান। আপাতত বেয়ারস্টকে কেউ কিনল না। তাঁর ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি। আজ অবিক্রিত থাকা বিদেশিদের মধ্যে দল পাননি আফগান বোলার ওয়াকার সালামখেইল। 

আইপিএলের অভিজ্ঞ স্পিনার পীযুষ চাওলার জন্য কোনো দলই আগ্রহ দেখায়নি। ভাগ্য সুপ্রসন্ন হয়নি ভারতীয় অলরাউন্ডার শ্রেয়াস গোপালের। তবে প্রথম দিনে অবিক্রিতদের দ্বিতীয় দিনেও দল পাওয়ার সুযোগ থাকবে।

প্রথম দিনে অবিক্রিত যারা-

ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, দেবদূত পাডিকাল, ওয়াকার সালামখেইল, শ্রেয়াস গোপাল, পীযুষ চাওলা, কার্তিক ত্যাগী, লুভনিথ সিসোদিয়াও, উপেন্দ্র যাদব, উতকার্শ সিং, যশ ধুল, আনমলপ্রীত সিং। 

Details Bottom