অস্ট্রেলিয়ায় বিক্রি হচ্ছে কোহলির এমআরএফ ব্যাট, দাম ২ লাখ ৩০ টাকা
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
- 3
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
অস্ট্রেলিয়ায় বিক্রি হচ্ছে কোহলির এমআরএফ ব্যাট, দাম ২ লাখ ৩০ টাকা
অস্ট্রেলিয়ায় বিক্রি হচ্ছে কোহলির এমআরএফ ব্যাট, দাম ২ লাখ ৩০ টাকা
বিশ্ব ক্রিকেট আইকনদের মধ্যে বেশ বড়সড় একটা নাম ভিরাট কোহলি। নিজের দেশের বাইরেও সারা বিশ্বে যার জনপ্রিয়তা তুঙ্গে। ক্যারিয়ারের শেষদিকে এসে ফর্ম কিছুটা খারাপ গেলেও তারকাখ্যাতি দিন দিন বেড়েই চলছে এই ব্যাটারের। সম্প্রতি এই তথ্যের প্রমাণ মিলল আরো একবার। এবার অস্ট্রেলিয়ায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে ভিরাট কোহলির অটোগ্রাফ দেয়া ব্যাট।
একদিকে চলছে বর্ডার গাভাস্কার ট্রফির পার্থ টেস্ট অন্যদিকে সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে কোহলির অটোগ্রাফ বিক্রির জন্য রাখা হয়েছে। যার দাম শুনলে চোখ উঠে যাবে কপালে। দামটা ২ হাজার ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ইউটিউবার নরমান কোচানেক টুইটারে কোহলির সেই ব্যাট নিয়ে একটি ভিডিও পোস্ট করে বলেন, "সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিরাট কোহলির অটোগ্রাফ দেওয়া এমআরএফ ব্যাট রাখা আছে। এর দাম পড়বে ২ হাজার ৯৮৫ অস্ট্রেলিয়ান ডলার, ভারতের মুদ্রায় ১ লাখ ৬৪ হাজার রুপির মতো। ব্যাটটির হাতল কিছুটা ছোট, তবে ভারি। এর ওজন সম্ভবত ২.৯ আউন্সের মতো। এর সঙ্গে বোনাস হিসেবে কনটেইনার (কাভার) তো থাকছেই।"
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে কোহলির ব্যাটের স্পন্সর ভারতের টায়ার নির্মাণকারী কোম্পানি এমআরএফ। স্পন্সর হিসেবে এমআরএফের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।
এদিকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছেনা ভিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র ৫ রান করে। তাড়াছা সম্প্রতিক সময়ে খুব একটা ছন্দেও নেই এই ব্যাটার।