Image

বীরেন্দর শেবাগের ছেলে করলেন ২৯৭, আর ২৩ রানের জন্য ফেরারি মিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বীরেন্দর শেবাগের ছেলে করলেন ২৯৭, আর ২৩ রানের জন্য ফেরারি মিস

বীরেন্দর শেবাগের ছেলে করলেন ২৯৭, আর ২৩ রানের জন্য ফেরারি মিস

বীরেন্দর শেবাগের ছেলে করলেন ২৯৭, আর ২৩ রানের জন্য ফেরারি মিস

বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিং করেন বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। বাবার পথ অনুসরণ করে এখন জুনিয়র শেবাগ ও দুর্দান্ত ইনিংস খেলতে শুরু করেছেন। কোচবিহার ট্রফিতে দিল্লি অনূর্ধ্ব-১৯-এর হয়ে ২৯৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন আর্যবীর। 

১৭ বছর বয়সেই ২৯৭ রান করে সাড়া ফেলে দিয়েছেন আর্যবীর। ২১ নভেম্বর শিলংয়ের এমসিএ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত কুচবিহার ট্রফিতে দিল্লির হয়ে ৩০৯ বলে ২৯৭ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিলো ৫১ টি চার ও ৩ টি ছক্কা। তার ৭৪.৭৫ শতাংশ রান এসেছে বাউন্ডারি থেকে। তার স্ট্রাইক রেট ছিলো ৯৬.১২।

মাত্র ৩ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেছেন আর্যবীর। তবে বাবা বীরেন্দ্র শেবাগ তার ক্যারিয়ারে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন ২ বার। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতানে ৩০৯ রান এবং ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৯ রান।

ছেলের দুর্দান্ত ইনিংস সম্পর্কে শেবাগ টুইটারে লিখেছেন, "ভালো খেলেছো আর্যবীর। ২৩ রানে একটি ফেরারি মিস করেছে। কিন্তু ভাল হয়েছে।  আরও অনেক সেঞ্চুরি এবং ডাবল সেঞ্চুরি এবং ট্রিপল সেঞ্চুরি করো। খেলে যাও।"

তাছাড়া কিছুদিন আগে বীরেন্দ্র শেবাগ তাঁর ছেলে আর্যবীর সম্পর্কে বলেন যে তার দুই ছেলেই তাদের ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ক্রিকেটার হওয়ার কোনও চাপ নেই। 

গতবছর শেবাগ স্টার স্পোর্টসে বলেন, "আমার ছেলের বয়স ১৫ বছর এবং ইতিমধ্যেই আইপিএলে খেলার সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আইপিএল তরুণ প্রতিভাদের সবচেয়ে বেশি উপকার করেছে। আগে, রঞ্জি ট্রফির পারফরম্যান্স থেকে কেউ নজরে পড়েনি এবং তাই ভারতীয় দলে জায়গা করে নিতে পারেনি। কিন্তু এখন, আপনি যদি আইপিএলে ভাল পারফর্ম করেন এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শন করেন, তাহলে আইপিএল-এর কারণে আপনি ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন।"

Details Bottom