নিউজিল্যান্ড সফর শুরুর আগেই শেষ কক্সের
নিউজিল্যান্ড সফর শুরুর আগেই শেষ কক্সের
নিউজিল্যান্ড সফর শুরুর আগেই শেষ কক্সের
ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ ক্রিকেটার জর্ডান কক্স। নেট সেশনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ায় ইংল্যান্ডের হয়ে টেস্ট সিরিজ খেলা থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে শুরু হতে হওয়া টেস্টের জন্য কুইন্সটাউনে প্রস্তুতি নেয়ার সময় রবিবার সকালে আঘাত পান ডর্জান কক্স। তারপরে স্ক্যানের জন্য কক্সকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান শেষে ক্ষতির পরিমান বেশী হওয়ায় সিরিজ থেকেই ছিটকে যান কক্স।
ইংল্যান্ডের লাল বলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, "আমি জর্ডান কক্সের জন্য হতাশ। আমরা নিউজিল্যান্ডে আসার পর থেকে সে ব্যাট এবং গ্লাভস উভয়ই দিকেই সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছিল।"
ম্যাককালাম আরো বলেন, "খেলাধুলায় দুর্ভাগ্যবশত এই জিনিসগুলি ঘটে। আমরা তার পাশে আছি এবং তার দেখাশোনা করব। ভবিষ্যতে তার সময়ে আসবে।"
ইংল্যান্ড টেস্ট দলের নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ তার প্রথম সন্তানের জন্মের জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন। তার জায়গায় ২৪ বছর বয়সী জর্ডান কক্সের টেস্ট ফরম্যাটে অভিষেক হওয়ার সম্ভবনা ছিলো প্রবল। গত দুই মাসে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া কক্সকে টেস্ট ফরম্যাটে খেলতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
নিউজিল্যান্ড সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের জন্য অলি রবিনসনকে ডাকা হতে পারে। তাছাড়া ইংল্যান্ডের সাদা বলের নিয়মিত উইকেটরক্ষক ফিল সল্ট এখন রয়েছেন দলের বাইরে। অন্যান্য উইকেটরক্ষক অপশনের মধ্যে রয়েছেন জেমস রিউ এবং ম্যাটি হার্স্ট।