Image

টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন তিলক বার্মা। স্বীকৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে তিলকের আগে এমন কীর্তি নেই আর কারও। আজ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৬৬ বলে ১৫১ রানের অনবদ্য এক ইনিংস খেলে টি-টোয়েন্টিতে টানা ৩ সেঞ্চুরির মালিক হয়েছেন তিলক বার্মা।
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের দুই ম্যাচে ব্যাক দু ব্যাক সেঞ্চুরি করেছিলেন তিলক বার্মা। প্রথম সেঞ্চুরিটি আসে প্রোটিয়াদের বিপক্ষে ৫১ বলে, এবং একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয়টি আসে মাত্র ৪১ বলে। আর আজ তিলক সেঞ্চুরি ছুঁয়েছেন সেই ৫১ বলে।

এদিন তিলকের ১৫১ রানের ইনিংসে ছিলো ১০ টি ছক্কা ও ১৪ টি চার। ৩ নাম্বারে ব্যাটিংয়ে নেমে তার স্ট্রাইক রেট ছিল ২২৫.৩৭। জাতীয় দলে ৩ এ ব্যাট করেন রিশাভ পান্ট। হ্যাটট্রিক সেঞ্চুরি করলেও রিশাভকে চ্যালেঞ্জ জানানো কঠিন হবে তিলকের জন্য কেননা বিসিসিআই সব সময় আস্থা রাখে অভিজ্ঞদের উপর।

২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তিলক বার্মার। তবে তারকাখ্যাত ভারত দলে এখনো পাকাপোক্ত জায়গা পাননি। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে শিবম দুবের জায়গায় সুযোগ পেলেও একাদশে তাকে রাখা হয়নি। 

২০২৫ সালের আইপিএলের নিলামের আগে মুম্বাই ইন্ডিয়ান্স যে পাঁচজন খেলোয়াড়কে ধরে রেখেছিল তার মধ্যে তিলক ছিলেন একজন। গত তিন মৌসুমে মুম্বাইয়ে হয়ে খেলা এই ক্রিকেটারকে ৮ কোটি রূপিতে রিটেইন করেছে দলটি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three