Image

আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন রিশাব পান্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন রিশাব পান্ট

আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন রিশাব পান্ট

আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন রিশাব পান্ট

আইপিএল ২০২৫ এর মেগা নিলামের শুরুতেই রেকর্ড গড়লেন রিশাব পান্ট। শ্রেয়াস আইয়ারকে কিছুক্ষণ শীর্ষে রাখার পর পান্ট হয়ে গেলেন আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার। তাঁকে ২৭ কোটি ভারতীয় রুপি দিয়ে দলে টেনেছে লখনৌ সুপার জায়ান্টস। 

মারকিউ সেট ১ এ আর্শদ্বীপ সিংকে দিয়ে শুরু হয় ২০২৫ মেগা আইপিএল নিলাম। তাঁকে ১৮ কোটি ভারতীয় রুপিতে দলে টানে পাঞ্জাব কিংস। ১০.৭৫ কোটি রুপিতে গুজরাট টাইটান্সে যান কাগিসো রাবাদা। 

এরপর পাঞ্জাব কিংস রেকর্ড ২৬.৭৫ কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নেয়। যে রেকর্ড কিছুক্ষণ পরেই ভাঙে লখনৌ সুপার জায়ান্টস। রিশাব পান্টকে দলে নিতে তাঁরা খরচ করে ২৭ কোটি রুপি। 

 

আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার- 

১. রিশাব পান্ট (ভারত)- ২৭ কোটি ভারতীয় রুপি, লখনৌ সুপার জায়ান্টস, ২০২৫
২. শ্রেয়াস আইয়ার (ভারত)- ২৬.৭৫ কোটি ভারতীয় রুপি, পাঞ্জাব কিংস, ২০২৫ 
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ২৪.৭৫ কোটি ভারতীয় রুপি, কোলকাতা নাইট রাইডার্স, ২০২৪
৪. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ২০.৫০ কোটি ভারতীয় রুপি, সানরাইজার্স হায়দ্রাবাদ, ২০২৪ 

জস বাটলার গুজরাট টাইটান্স শিবিরে যান ১৫.৭৫ কোটি রুপিতে। ১১.৭৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে নেয় দিল্লি ক্যাপিটালস। 

মারকিউ সেট ২ তে মোহাম্মদ শামি ১০ কোটি রুপিতে যান সানরাইজার্স হায়দ্রাবাদে। ডেভিড মিলারকে নিতে ৭.৫০ কোটি রুপি খরচ করে লখনৌ সুপার জায়ান্টস। ১৮ কোটি রুপিতে যুজবেন্দ্র চাহালকে নেয় পাঞ্জাব কিংস। গুজরাট টাইটান্স মোহাম্মদ সিরাজকে পেতে খরচ করে ১২.২৫ কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮.৭৫ কোটি রুপিতে দলে নেয় লিয়াম লিভিংস্টোনকে। ১৪ কোটি রুপিতে লোকেশ রাহুলকে নেয় দিল্লি ক্যাপিটালস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three