Image

দ্রুত দুই ওপেনারের বিদায়, ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দ্রুত দুই ওপেনারের বিদায়, ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

দ্রুত দুই ওপেনারের বিদায়, ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

দ্রুত দুই ওপেনারের বিদায়, ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টে ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের। এরপর শেষ বিকেলে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২। দ্রুত ওপেনিং জুটি হারিয়ে অস্বস্তিতে থাকা বাংলাদেশ এখনও পিছিয়ে ৪১০ রানে। 

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিয়ানরা। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের সেই পুরানো ব্যাটিং ব্যর্থতা। পাহাড়সম রানের জবাব দিতে নেমে স্কোরবোর্ডে ২১ রান উঠতেই নেই দুই ওপেনার। ১৫ রানে থাকা জাকির হাসান বোল্ড হন জেডন সিলসের ডেলিভারিতে। 

পরের ওভার করতে এসে আলজারি জোসেফ তুলে নেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়কে। ৩৩ বলের ইনিংসে জয় রান করেন ৫। জোসেফের আগের ওভারে জীবন পাওয়া জয় উইকেট হারান জোসেফের পরের ওভারেই। দ্বিতীয় স্লিপে অ্যালিক অ্যাথানেজের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ২১ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে পড়া বাংলাদেশকে এরপর এগিয়ে নিয়ে যান মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু।

১৯ রানের জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন মুমিনুল-শাহাদাত। দ্বিতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণার আগে ২০ ওভারে ২ উইকেটে ৪০ রান করেছে বাংলাদেশ। এখনও ৪১০ রানে পিছিয়ে মেহেদী হাসান মিরাজের দল। ফলোঅন এড়াতে প্রয়োজন আরও ২১১ রান। ২৩ বলে ৭ রানে খেলছেন মুমিনুল হক। ১ চারে ৩১ বলে ১০ রান করে অপরাজিত শাহাদাত হোসেন। 

টেস্টের প্রথম দিন 'নার্ভাস নাইন্টিজ'-এ কাটা পড়েন উইন্ডিজের দুই সেট ব্যাটার। ওপেনার মিকাইল লুইস, পাঁচে নামা আলিক অ্যাথানেজ খুব কাছে গিয়েও মিস করলেন সেঞ্চুরি। তবে পরের দিন সযোগ পেয়ে জাস্টিন গ্রিভস পেলেন তাঁর ক্যারিয়ারের প্রথম শতকের দেখা। গ্রিভসের হার-না-মানা ১১৫ রানের ইনিংসে ভর দিয়ে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৯ উইকেটে ৪৫০। ২০১৪ সালের পর ঘরের মাঠে এটিই ক্যারিবীয়দের সর্বোচ্চ ইনিংস।

তবে সকালের শুরুতেই হাসান মাহমুদের পেস তোপে দ্রুত দুই উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ২৬১ রানে ৭ উইকেট নেই, তিনশো রানের মধ্যেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল। তবে বাংলাদেশের বোলারদের এরপর আর কোনো সুযোগই দেননি। জাস্টিন গ্রিভস ও কেমার রোচের রেকর্ড অষ্টম উইকেট জুটিতে ১৪০ রান। রোচ ক্যারিয়ার সেরা ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নিলেও থামানো যায়নি গ্রিভসকে। মেডেন সেঞ্চুরি হাঁকিয়ে দলের সংগ্রহ নিয়ে যান ৪৫০'এ। 

বল হাতে হাসান মাহমুদ করেছেন ২৭ ওভার, ৮৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ৩টি। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দখলে নেন দু'টি করে উইকেট। সবচেয়ে বেশি ৩৮ ওভার করা তাইজুল ইসলাম ১১১ রান খরচায় পেয়েছেন ১ উইকেট। তবে শরিফুল ইসলাম থাকেন উইকেটশূন্য। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three