Image

পার্থে ১৫০ রানে অলআউট ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পার্থে ১৫০ রানে অলআউট ভারত

পার্থে ১৫০ রানে অলআউট ভারত

পার্থে ১৫০ রানে অলআউট ভারত

বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে দুই সেশনও টিকতে পারল না ভারতীয় ব্যাটাররা। অজি পেসারদের তোপের সামনে করতে পারে কেবল ১৫০ রান। লোকেশ রাহুল, রিশাব পান্ট এবং লোয়ার অর্ডার নিতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে দুই অংকের রান না এলে ভারত হয়তো একশোর আশেপাশেও গুটিয়ে যেতে পারত। 

পার্থে সিরিজের প্রথম টেস্টে টসে হারলেও বল হাতে নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ৪৯.৪ ওভারের বেশি টিকতে পারেনি ভারতের ব্যাটিং লাইন। আর তাতেই ১৫০ রানে অলআউট ভারত। ১১ ব্যাটারের মধ্যে মাত্র চারজন দুই অংকের রান পার করতে পেরেছেন। অভিষেক ম্যাচ খেলতে নেমেই নিতিশ রেড্ডি হলেন দলের ভরসা। অভিষেক টেস্ট খেলতে নেমেই ধৈর্যের পরীক্ষায় ফুল মার্কস পেলেন নিতিশ কুমার রেড্ডি। ভিরাট কোহলি ৫ রান করে ফেরেন হ্যাজলেউডের বলে। সেই নিউজিল্যান্ড সিরিজ থেকেই ভিরাটের ব্যাটে রান নেই।

ওপেনার যশস্বী জয়সওয়াল ও তিনে নামা দেবদূত পাডিকাল রানের খাতাই খুলতে পারেননি। সর্বাধিক রান আসে নিতিশ রেড্ডির ব্যাট থেকে। ৫৯ বলের ইনিংসে তিনি করেন ৪১ রান। রিশাব পান্টের ব্যাট থেকে আসে ৩৭। ওপেনার লোকেশ রাহুল ২৬ রান করেন। এই তিন জনকে বাদ দিলে একমাত্র ধ্রুব জুরেল দুই অংকের রান করতে পেরেছেন। অর্থাৎ, ১১ জনের মধ্যে মাত্র চারজন ছুঁয়েছেন এক সংখ্যার ঘর পেরিয়ে দুই অংক। 

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশ হ্যাজলেউড। ১৩ ওভারে ২৯ রান খরচায় পেয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three