Image

জিম্বাবুয়েতে আফগানিস্তানের সিরিজ জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়েতে আফগানিস্তানের সিরিজ জয়

জিম্বাবুয়েতে আফগানিস্তানের সিরিজ জয়

জিম্বাবুয়েতে আফগানিস্তানের সিরিজ জয়

সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ১২৭ রানে জিম্বাবুয়ে গুটিয়ে গেলে লক্ষ্য তাড়া করতে নেমে তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে আফগানিস্তান। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ব্রায়ান বেনেট। ৪টি বাউন্ডারিতে ২৪ বলে ৩১ রান করেন তিনি।

এছাড়া ২১ রান করেন ওয়েসলি মাধেভেরে। শেষ দিকে ১৭ রান করেন মাসাকাদজা। রাশিদ খানের ঘূর্ণিতে ১ বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারিয়ে আফগানিস্তানকে লক্ষ্য দেয় মাত্র ১২৮ রানের।

আফগানিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন রাশিদ খান, তিনি ৪টি উইকেট নেন। নাভিন উল হক, মুজিব উর রহমান এবং আজমতউল্লাহ ওমরজাই ২টি করে উইকেট নেন। 

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। দলীয় ৪৪ রানে আরো ২ উইকেট চলে গেলে চাপ টা আরো বেড়ে যায়। সেই সময় ৪০ বলে ৪৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান গুলবাদিন নাইব এবং আজমতুল্লাহ ওমরজাই।

২২ রানে গুলবেদিনকে আউট করে জুটি ভাঙেন সিকান্দার রাজা। ৩৪ রানে আজমতুল্লাহকেও ফেরান রাজা। তারপর বাকি কাজটা শেষ করেন মোহাম্মদ নবী। ১৮ বলে ৩ চারে ২৪ রান করে অপরাজিত থেকে তিনি আফগানিস্তানকে জয় এনে দেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three