পাকিস্তানের বিপক্ষে একাই লড়লেন সিকান্দার রাজা, হারল জিম্বাবুয়ে
পাকিস্তানের বিপক্ষে একাই লড়লেন সিকান্দার রাজা, হারল জিম্বাবুয়ে
পাকিস্তানের বিপক্ষে একাই লড়লেন সিকান্দার রাজা, হারল জিম্বাবুয়ে
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে শুভ সূচনা করলো পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৫৭ রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৬৫ রান। জবাবে আবরার আহমেদ, সুফিয়ান মুকিমের দাপটে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দুই ওপেনার ওমায়ের ইউসুফ ও সাইম আইয়ুব করেন যথাক্রমে ১৬ ও ২৪ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন উসমান খান ও তায়েব তাহির। দুজনেই করেন ৩৯ রান। শেষ দিকে ইরফান খানের ১৫ বলে ২৭ রানের ক্যামিওতে বড় পুঁজি পায় পাকিস্তান। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে তারা।
জিম্বাবুয়ের হয়ে ১ টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজা এবং রয়ান বার্ল।
১৬৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্রিয়ান বেনেট ও ডিওন মায়ার্স দুজনেই ৬ রান করে আউট হলে দলের হাল ধরেন তাদিওয়ানাশে মারুমানি এবং সিকান্দার রাজা। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬০ রান তোলে জিম্বাবুয়ে।
৩৩ বলে ৫৯ রানের জুটি ভেঙে ৩৩ রান করে আউট হন তাদিওয়ানাশে মারুমানি। রাজা করেন ২৮ বলে ৩৯ রান। তবে এরপরেই ছন্দ পতন। ৮৭ রানে ৪ উইকেট থেকে ১০৮ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
আবরার আহমেদ, সুফিয়ান মুকিম এবং হারিস রউফের বোলিং তোপে মাত্র ১৫.৩ ওভারে ১০৮ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। আবরার আহমেদ, সুফিয়ান মুকিম ৩ টি করে ও হারিস রউফ পান ২ টি উইকেট। এদিনই হারিস রউফ হন পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক।