Image

বাজবল ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাজবল ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

বাজবল ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

বাজবল ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে হারাল ইংল্যান্ড

প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে বিশাল ব্যবধানে পরাজিত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আক্রমনাত্মক ব্যাটিং করে বাজবল ঘরানার ক্রিকেট খেলে কিউইয়ের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড।

চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে জিততে হলে ইংল্যান্ডের দরকার ছিলো মাত্র ১০৪ রান। ২ উইকেট হারিয়ে মাত্র ৭৪ বলে সেই রান তাড়া করে ফেলে ইংলিশরা। ৩৭ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন জ্যাকব বেথেল। বেন ডাকেট করেন ২৭ এবং জো রুট ২৩ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৪৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চে ৯৩ রান করেন কেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপস করেন ৫৮ রান। ইংলিশদের হয়ে ৪ টি করে উইকেট নেন ব্রাইডন কার্স এবং শোয়েব বশির।

জবাবে প্রথন ইনিংসে ৪৯৯ রান করে ১৫১ রানের লিড নেয় ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হ্যারি ব্রুক। তাছাড়া অধিনায়ক বেন স্টোকস করেন ৮০ এবং ওলি পোপ করেন ৭৭ রান। কিউইয়ের হয়ে ৪ টি উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ৩ টি পান নাথান স্মিথ। 

বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। তবে ইংলিশ বোলার ব্রাইডন কার্সের তোপে মাত্র ২৫৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। কার্সের শিকার হন কনওয়ে, রাচিন, ড্যারিল, ফিলিপস,স্মিথ, এবং ম্যাট হেনরি এই ৬ ব্যাটার। কিউইদের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ড্যারিল মিচেল।

দুই ইনিংসে মিলিয়ে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ব্রাইডন কার্স।

Details Bottom
Details ad One
Details Two
Details Three