Image

জাকের আলিকে নিয়ে মুশফিকের প্রশংসা; মুশফিক জানতেন জাকের এমন কিছু করবে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 16 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাকের আলিকে নিয়ে মুশফিকের প্রশংসা; মুশফিক জানতেন জাকের এমন কিছু করবে

জাকের আলিকে নিয়ে মুশফিকের প্রশংসা; মুশফিক জানতেন জাকের এমন কিছু করবে

জাকের আলিকে নিয়ে মুশফিকের প্রশংসা; মুশফিক জানতেন জাকের এমন কিছু করবে

২১ অক্টোবর ২০২৪ এ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দিয়ে যাত্রা শুরু হয় জাকের আলি অনিকের টেস্ট ক্যারিয়ারের। ১০৫তম বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেক হয় জাকের আলির। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

ছোট ক্যারিয়ারে এখনই সাফল্যের ছাপ রাখতে শুরু করেছেন জাকের আলি। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের টেস্ট হারানোর নায়ক ছিলেন জাকের। তার ১০৬ বলে ৯১ রানের হার না মানা ইনিংসে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। 

জাকের আলি অনিকের এমন পারফরম্যান্সে খুশি হয়েছেন মুশফিকুর রহিম। বর্তমানে চোটের কারণে তার খেলা না হলেও জাকেরের প্রসংশা করতে ভুলেননি এই ব্যাটার। জাকেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লেখেন,

"যখন আমি তোমাকে টেস্ট ক্যাপ পড়িয়েছিলান তখন আমি তোমাকে বলেছিলাম, তোমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য তোমাকে এই মূল্যবান ক্যাপটি দেওয়া আমার কাছে আনন্দ এবং সম্মানের। কারণ আমি জানি তুমি মহাকাব্যিক জিনিসগুলি করবে... আলহামদুলিল্লাহ চিন্তা করবেনা। তুমি সব ক্রেডিট এবং একটি সেঞ্চুরি ডিজার্ব করো। কিন্তু ইন শা আল্লাহ আমি আশা করি এই ইনিংসটি একটি ম্যাচ জেতানো ইনিংসে পরিণত হবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three