
ব্রিসবেন টেস্ট নিয়ে জল কম ঘোলা হয়নি। কোভিড-১৯ প্রটোকল ও কড়াকড়ি নিয়ে কয়েক দফা আপত্তি জানায় ভারতীয়রা, ছিল বয়কটের ভাবনাও। তবে শেষমেশ ব্রিসবেনে খেলতে গেছে আজিঙ্কা রাহানের দল। ভারতীয় ক্রিকেটাররা অবশ্য সেখানকার সুযোগ-সুবিধা নিয়ে অসন্তুষ্ট। যা স্বাভাবিক ভাবে নেননি অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটার অ্যালিসা হিলি।
ব্রিসবেনে যে হোটেলে উঠেছে ভারতীয়রা তাতে জিম, পুলের সুবিধা নেই। সাথে নেই হাউজকিপারও। সব কাজ নিজেদের করতে হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করে সফরকারীরা।
ভারতীয়দের এমন অভিযোগে প্রতিক্রিয়া জানিয়েছেন মিচেল স্টার্ক পত্নী অ্যালিসা হিলি। টুইটারে তিনি বলেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নারী দলের সদস্যরা একই হোটেলে কোয়ারেন্টাইনে ছিল, তারা কোন অভিযোগ করেনি।
👋🏻 – the Aus and NZ women’s teams did their quarantine in the same hotel last year. Here’s a shock – we survived…. https://t.co/9YUTvZ8RqR
— Alyssa Healy (@ahealy77) January 13, 2021
এক ভক্তের টুইটের প্রতিক্রিয়ায় হিলি বলেন, অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার জুলাই থেকে এখন অব্দি বাড়ির বাইরে। তাদেরকেও অভিযোগ করতে শোনা যায়নি।
There’s a few Aus players who haven’t been home since July – haven’t heard them whinge yet.
— Alyssa Healy (@ahealy77) January 13, 2021