
২০২১ সালের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর জন্য অন্যরকম এক কোচিং স্টাফ প্রকাশ করেছে। রাজস্থান রয়্যালস প্রধান সহকারী কোচ হিসাবে ট্রেভর পেনিকে নিয়োগ দিয়েছে।
ট্রেভর পেনি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা, অধিনায়ক সাঞ্জু স্যামসন ও লিডারশিপ গ্রুপের সাথে কাজ করবেন।
স্পিন বোলিং কোচ সাইরাজ বাহাতুলে, ফাস্ট বোলিং কোচ রব ক্যাসেল, ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক কোচিং স্টাফে আছেন।
জুবিন বারুচা দলে স্ট্র্যাটেজি, ডেভেলপমেন্ট ও প্ল্যানিং ডিরেক্টর হিসাবে দল ও ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারার মধ্যে সেতু হিসাবে কাজ করবেন।
দলে সিনিয়র ক্রিকেটার জস বাটলার, বেন স্টোকসরা দলে সিদ্ধান্ত গ্রহীতা হিসাবে কাজ করবেন।
এর আগে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
OFFICIAL: Trevor Penney joins the Royals as Lead Assistant Coach as we finalise coaching structure led by @KumarSanga2 for #IPL2021. 📝#HallaBol | #RoyalsFamily
— Rajasthan Royals (@rajasthanroyals) February 21, 2021
ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
READY. TO. #HALLABOL. 💗#RoyalsFamily pic.twitter.com/azu2muN62Y
— Rajasthan Royals (@rajasthanroyals) February 21, 2021