
ভারতের অধিনায়ক ভিরাট কোহলিকে পেছনে ফেলে ‘দ্য পারফেক্ট ক্যাপ্টেন’ এর তকমা জিতে নিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান।
আইসিসি তাদের টুইটার পেইজে পারফেক্ট অধিনায়ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য একটি পোলের আয়োজন করে। যেখানে ইমরান খান ও কোহলি ছাড়াও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিংও ছিলেন।
‘বিশেষ প্রতিভাধর দলনায়কদের মধ্যে কে হচ্ছেন সেরা, আপনারাই নির্বাচন করুন,’ টুইটারে এমন একটি পোস্ট করে আইসিসি।
Captaincy proved a blessing for some extraordinary cricketers 🧢🏏
Their averages improved as leaders 📈
You decide which of these ‘pacesetters’ were the best among these geniuses! pic.twitter.com/yWEp4WgMun
— ICC (@ICC) January 12, 2021
চূড়ান্ত ফলাফল শেষে সামান্য ব্যবধানে কোহলিকে হারান ইমরান খান। ৫৩৬,৩৪৬ ভোট পান ইমরান খান। সর্বাধিক ৪৭.৩ ভাগ ভোট সেরা মুকুট জিতে নেন তিনি। অন্যদিকে কোহলি ৪৬.২ ভাগ ভোট। ডি ভিলিয়ার্স ৬ ভাগ এবং ল্যানিং পান ০.৫ ভাগ ভোট।
Who would you rate as the best among these giants?
— ICC (@ICC) January 12, 2021
ইমরান খানের জয়ের পর তার ভক্তরা টুইটারে পোস্ট দিয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে।
এমনকি ইমরানের দল তেহরিক ইনসাফ থেকে নির্বাচিত মন্ত্রীরাও বাদ যায়নি। তারাও আনন্দ উৎসবে শামিল হয়।
তবে ভারতীয় সমর্থকরা ভোটের কারচুপি নিয়ে টুইটারে নিজেদের ক্ষোভ প্রকাশ করে।