শঙ্কা উড়িয়ে রংপুরের চ্যাম্পিয়ন রুপকথা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 41 মিনিট আগে
শঙ্কা উড়িয়ে রংপুরের চ্যাম্পিয়ন রুপকথা
শঙ্কা উড়িয়ে রংপুরের চ্যাম্পিয়ন রুপকথা
প্রথমে প্লে- অফেই টিকে থাকা নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু সেই সন্দেহ পেছনে ফেলে দারুণ প্রত্যাবর্তন ঘটাল রংপুর। একের পর এক বাধা টপকে ফাইনালে উঠে তারা দেখাল অপ্রতিরোধ্য রূপ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিএল টি–টোয়েন্টির ফাইনালে খুলনাকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রংপুর।
১৩৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে আকবর আলীর দল। শুরু থেকেই দাপট দেখায় দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৬৬ রান। জাহিদ আউট হওয়ার আগে খেলেন ২৪ বলে ২৭ রানের ইনিংস, আর নাসিরের ব্যাট থেকে আসে ৩১ বলে ঝলমলে ৪৬ রান। বাকি কাজটা সেরে ফেলেন নাঈম ইসলাম (৩২ বলে ৪০) ও অধিনায়ক আকবর আলী (১৫ বলে ১৯)। খুলনার হয়ে একমাত্র সাফল্য পান শেখ পারভেজ জীবন, ১২ রানে একটি উইকেট তুলে নেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যর্থতার মুখে পড়ে খুলনা। দলীয় ৬৯ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে তারা পড়ে বিপাকে। তবে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে ভর করে কিছুটা ঘুরে দাঁড়ায় দলটি। মিঠুন করেন ৩২ বলে ৪৪, মৃত্যুঞ্জয় যোগ করেন ১৩ বলে ২৪ রান। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৮ উইকেটে ১৩৬ রানে। রংপুরের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আব্দুল্লাহ আল মামুন, ১৫ রানে নেন ২ উইকেট।
শেষ পর্যন্ত শুরুর শঙ্কা ভুলে রংপুর তুলে নেয় কাঙ্ক্ষিত ট্রফি এক দল, এক বিশ্বাস, আর এক অপ্রতিরোধ্য জয়যাত্রা।