বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 7 মিনিট আগে
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে রয়েছে শঙ্কা। এই পরিস্থিতিতে নতুন সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্রীলঙ্কায় যদি পর্যাপ্ত ভেন্যু নিশ্চিত করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের বিষয়টি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে পিসিবি। বোর্ডের সূত্র জানিয়েছে, পাকিস্তানের আন্তর্জাতিক মানসম্পন্ন সব স্টেডিয়াম বিশ্বকাপের মতো বড় আসর আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

পিসিবি সূত্র আরও দাবি করেছে, অতীতে একাধিক বড় আইসিসি ইভেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের। এর মধ্যে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও আইসিসি উইমেনস কোয়ালিফায়ারের আয়োজন উল্লেখযোগ্য। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজন করতে পারবে বলে তারা আত্মবিশ্বাসী।

উল্লেখ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিকল্প হিসেবে টুর্নামেন্টের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।