শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হলেন বিক্রম রাঠোর
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 19 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হলেন বিক্রম রাঠোর
শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হলেন বিক্রম রাঠোর
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবার শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন।
রাঠোর ভারতের ব্যাটিং কোচ হিসেবে এর আগে কাজ করেছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কান ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করবেন রাঠোর।
শ্রীলঙ্কা বিশ্বকাপের মিশন শুরু করবে ৮ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ওমান, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে।
রাঠোর ২০১৯ সালে ভারতের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং তার অধীনে ভারত ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তাছারা তিনি তিনি গত আইপিএলে রাজস্থান রয়ালসের ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়া, শ্রীলঙ্কা ক্রিকেট কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকেও দলের সঙ্গে যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তিনি ৪০ দিনের জন্য ফাস্ট বোলিং কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
