রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 14 ঘন্টা আগে আপডেট: 7 মিনিট আগে
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু

রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু

রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু

ঢাকা প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠে খেলোয়াড়দের সতর্ক চোখে রাখা নিয়ে এবারও উত্তাপ তৈরি হয়েছে। গত আসরে ফিক্সিংয়ের অভিযোগের কারণে এ বছর বিসিবি অ্যান্টি করাপশন ইউনিট (আকু) আরও সক্রিয় হলেও, কিছু পরিস্থিতি সমালোচনার জন্ম দিয়েছে।

রহমানউল্লাহ গুরবাজের রুমে আকু সদস্যদের হঠাৎ প্রবেশ ঢাকা ক্যাপিটালসের আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের রুমে শুক্রবার অ্যান্টি করাপশন ইউনিটের সদস্যরা ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এই ঘটনায় গুরবাজ অসন্তুষ্ট।

রহমানউল্লাহ গুরবাজ ইস্যুতে মিঠুর মন্তব্য "আমিও জানি না কি অভিযোগ আছে, কিন্তু আমি এটা বলতে পারি অ্যান্টি করাপশন ইউনিট তাদের যা যা গাইড লাইন আছে, কতটুকু সীমাবদ্ধতা আছে সেটা মেনেই কাজ করছে।"

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, "অ্যান্টি করাপশনের সাথে আইসিসিরও লোক আছে, তারা তাদের গাইড লাইন মেনেই কাজ করছে। বিশ্বকাপ কিংবা অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজি লিগে যেভাবে হয়, এখানেও সেভাবেই হচ্ছে। অ্যান্টি করাপশন ইউনিট কঠোর আছি বলেই ফিক্সিং কমে গেছে।"।"

মিঠু আরো বলেন, "১৫ তারিখে পরে অ্যান্টি করাপশন ইউনিট ব্রিফিং করবে। তবে আমার মতে এমনি এমনি তো কারো ফোন জব্দ করবে না, এটা মনিটরিংয়ের অংশ। আমার ফোনও যে-কোনো সময় চাইতে পারে।"

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের মাঝপথে বিপিএল ছাড়ার বিষয়েও মিঠু বলেন, "সিলেট ফ্র্যাঞ্চাইজির কাছে চুক্তির কাগজ চেয়েছি, কিভাবে আমিরের সাথে চুক্তি হয়েছে। তবে সিলেট ফ্র্যাঞ্চাইজি আমাদের নিশ্চিত করেছে তারা ৭৫ শতাংশ টাকা পরিশোধ করেছে। টিম কম্বিনেশনের কারণে তারা আমিরকে কন্টিনিউ করেনি। এখন আমরা কাগজপত্র দেখবো। আর আমাদের কাছে তো তাদের সিকিউরিটি মানি আছে, অতএব আমিরের চিন্তা করার কিছু নাই, চুক্তি দেখে সে যেটা প্রাপ্য সেটা পাবেই।"