পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার আধিপত্য
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 21 ঘন্টা আগে আপডেট: 1 ঘন্টা আগে
পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার আধিপত্য
পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার আধিপত্য
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টে ৫ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে ৪-১ ব্যবধানে আধিপত্য প্রতিষ্ঠা করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে সিরিজের শেষ ম্যাচটি জিতে অবসর নিতে যাওয়া উসমান খাজাকে স্মরণীয় বিদায় উপহার দিল স্বাগতিকরা।
১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনে কিছুটা চাপে পড়লেও লাঞ্চের পর জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ২২ ও অ্যালেক্স ক্যারি১৬ রানে অপরাজিত থাকেন। তবে লক্ষ্য তাড়ায় পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা।
এর আগে ওপেনার ট্রাভিস হেড (২৯) ও জেক ওয়েদারাল্ড (৩৪) ভালো শুরু করলেও দলকে বড় লিডে নিতে পারেননি। অধিনায়ক স্টিভ স্মিথ করেন ১২ রান। নিজের শেষ টেস্ট ইনিংসে মাত্র ৬ রান করে আউট হন খাজা, যিনি ৮৮ টেস্টের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন। মার্নাস লাবুশেন ৩৭ রান করে রানআউট হলে ইংল্যান্ড কিছুটা আশার আলো দেখলেও জয় তখনও অস্ট্রেলিয়ার নাগালে ছিল।
এর আগে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৪২ রানে। জ্যাকব বেথেলের দুর্দান্ত ১৫৪ রানের ইনিংসই ছিল সফরকারীদের বড় প্রাপ্তি। ২৬৫ বলের ম্যারাথন ইনিংসে তিনি মারেন ১৫টি চার। তবে শেষ পর্যন্ত তার লড়াই ব্যর্থতায় রূপ নেয়।
পুরো সিরিজে ইংল্যান্ডের জন্য দুঃস্বপ্নের শুরু হয় পার্থ ও ব্রিসবেনে টানা দুই টেস্টে হারের মাধ্যমে। অ্যাডিলেডে তৃতীয় টেস্টেও পরাজয়ের পর মেলবোর্নে চতুর্থ টেস্টে নাটকীয় জয় এনে কিছুটা সম্মান ফেরায় বেন স্টোকসের দল। তবে সিডনিতে আবার হার মানায় সফর শেষ হয় হতাশায়।
চোটের কারণে পুরো সিরিজে জশ হ্যাজলউডকে না পেয়েও এবং অধিনায়ক প্যাট কামিন্স মাত্র এক টেস্ট খেললেও সফল হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজে সর্বোচ্চ ৩১ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন মিচেল স্টার্ক।
এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল অস্ট্রেলিয়া, আর ইংল্যান্ডকে অপেক্ষা করতে হবে আত্মসমালোচনার কঠিন অধ্যায়ের জন্য।
