ঢাকায় ফিরছে বিপিএল, টিকিট বিক্রি শুরু সোমবার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
2
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
3
ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
-
4
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ জানাল পাকিস্তান
-
5
ঢাকায় ফিরছে বিপিএল, টিকিট বিক্রি শুরু সোমবার
ঢাকায় ফিরছে বিপিএল, টিকিট বিক্রি শুরু সোমবার
ঢাকায় ফিরছে বিপিএল, টিকিট বিক্রি শুরু সোমবার
সিলেট পর্বের খেলা শেষ হলে আবারও ক্রিকেটের প্রাণকেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে রাজধানী ঢাকা। দর্শকের কোলাহল, আলোর ঝলকানি আর টি–টোয়েন্টির উত্তাপে ঢাকা পর্বে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে টুর্নামেন্টের ঢাকা অধ্যায়।
সিলেট পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। একই দিন থেকেই ঢাকা পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
বিসিবি জানিয়েছে, ঢাকা পর্বে এক দিনের দুটি ম্যাচ উপভোগ করার জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। অন্যদিকে স্টেডিয়ামের বিভিন্ন প্রিমিয়াম আসনের জন্য সর্বোচ্চ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।
শেরে বাংলায় বসে খেলা দেখার জন্য মোট ১১টি ভিন্ন ক্যাটাগরির টিকিট নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের লোয়ার ও আপার অংশের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিটের দাম ১০০০ টাকা করে। কর্পোরেট ব্লকের ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের জন্য গুনতে হবে ৮০০ টাকা।
এ ছাড়া ক্লাব হাউজ সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) ও ক্লাব হাউজ নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়। সবচেয়ে কম দামে, ২০০ টাকায় ম্যাচ দেখার সুযোগ থাকবে ইস্টার্ন গ্যালারিতে। পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ঘোষিত ক্লাব হাউজ সাউথ-শহীদ মুস্তাক স্ট্যান্ডের ‘জিরো ওয়েস্ট জোন’-এর টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
