বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 14 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর
-
2
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
-
3
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
4
শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম
-
5
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
সম্প্রতি ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটের (আকু) বিরুদ্ধে অভিযোগ তোলেন ঢাকা ক্যাপিটালসের সিইও। তার মতে খেলোয়াড়দের রুমে প্রবেশ থেকে শুরু করে ম্যাচের আগে জেরা করা সব কিছুই করেছে আকু। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আরেক ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার।
দুনীতির বিরুদ্ধে আকুর ভূমিকা ইতিবাচক হিসেবে দেখলেও পুরো প্রক্রিয়াটি যেন সঠিক নিয়মের মধ্যেই পরিচালিত হয়।এমনটাই প্রত্যাশা রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকারের। আকুর বর্তমান কার্যক্রম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হান্নান সরকার বলেন,
"সত্যি বললে এবার অনেক কড়াকড়ি রয়েছে এটা সত্য। কারণ এর আগে আমি ম্যানেজার হিসেবে কাজ করেছি, কোচ হিসেবে কাজ করেছি। যখন অ্যান্টি করাপশন ইস্যুটা এসেছে তখন দেখেছি যেভাবে সামলানো হতো এবার তার চেয়ে একটু আলাদাভাবে করা হচ্ছে। কড়াকড়ি করার ব্যাপারে কিন্তু আমরা সবাই ইতিবাচক এবং আমার মনে হয় সেটা প্রশংসা করা উচিত। কিন্তু যেটাই ঘটবে, যেটাই ঘটানো হবে বা যেটাই দেখা হবে সেটা প্রক্রিয়ার মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে করা জরুরী।"
ঢাকা ক্যাপিটালসের সংবাদ সম্মেলন ও অভিযোগের বিষয়টি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন রাজশাহীর এই কোচ। পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন না উল্লেখ করে তিনি বলেন, আকুর গাইডলাইন অনুযায়ী হলে সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি ব্যাখ্যা করে হান্নান সরকার বলেন,
"ঢাকার যে বিষয়টা কালকে দেখলাম সংবাদ সম্মেলন করেছেন উনারা। যে বিষয়গুলো শুনেছি বা দেখেছি এই বিষয়টা সম্পর্কে আমি খুব বিস্তারিত বলতে পারবো না। কিন্তু সেটা যদি আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের গাইডলাইন অনুযায়ী বা তাদের প্রসেসের মধ্যে থেকে হয় সেটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।"
তবে ব্যাটিংয়ে নামার ঠিক আগে কোনো ক্রিকেটারকে জেরা করার বিষয়টি কতটা যুক্তিসংগত সে প্রশ্নও তুলেছেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে সঠিক প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেন রাজশাহীর হেড কোচ। নিজের দলের ক্ষেত্রেও একই অবস্থানের কথা জানিয়ে হান্নান সরকার বলেন,
"স্বাভাবিক প্রক্রিয়া যেটা সেটা যদি অনুসরণ করা হয় বা তাদেরকে যদি প্রসেসের মধ্যে থেকে সেভাবে দেখা হয়... এমনকি আমার দলের ক্ষেত্রেও যদি আসে সেটা আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তবে নিয়মের মধ্যে থেকে যেটা রয়েছে সেটা করলে আর কোনো দ্বিধা বা কোনো সংশয় আসে না।"
ড্রেসিংরুমে তল্লাশি বা মোবাইল পরীক্ষা নিয়ে বিতর্কের মাঝেও আকুর আইনি ক্ষমতা স্বীকার করেন হান্নান সরকার। তবে সেখানেও নিয়ম মানার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে হান্নান বলেন,
"নিশ্চিতভাবেই কারো রুমে সার্চ করা, কারো মোবাইল সার্চ করা, যে কোনোভাবে উনাদের (আকু) অধিকার রয়েছে। কিন্তু তারও একটা নিয়ম রয়েছে। আমি যতটুকু জানি যে ম্যানেজারকে জানিয়ে সেটা করতে হয়। যদি সেটা করে থাকে তাহলে সেটা নিয়ে আর সেকেন্ড কোনো প্রশ্ন আসা উচিত না।"
ম্যাচ চলাকালীন বা একাদশে থাকা খেলোয়াড়দের বিষয়ে হস্তক্ষেপকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে করেন রাজশাহীর এই কোচ। এ ক্ষেত্রে সরাসরি নয়, ম্যানেজারের মাধ্যমে যোগাযোগের ওপর জোর দেন তিনি। নিজের দলের অবস্থান স্পষ্ট করে হান্নান সরকার বলেন,
"খেলার মধ্যে যদি একাদশে আছে, ব্যাটিংয়ে নামবে এমন কাউকে কোনো প্রশ্ন করতে হলে অবশ্যই ম্যানেজারের মাধ্যমে আসতে হবে। আমার দলে (এই প্রক্রিয়া না মানা হলে) এই ধরনের পরিস্থিতি আসলে নিশ্চিতভাবেই আমি এটা এলাও করব না।"
