হৃদয়ের ৯৭ কে ছাড়িয়ে শান্তর ম্যাচ জয়ী ৭৬ রানের ইনিংস

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 8 মিনিট আগে
হৃদয়ের ৯৭ কে ছাড়িয়ে শান্তর ম্যাচ জয়ী ৭৬ রানের ইনিংস

হৃদয়ের ৯৭ কে ছাড়িয়ে শান্তর ম্যাচ জয়ী ৭৬ রানের ইনিংস

হৃদয়ের ৯৭ কে ছাড়িয়ে শান্তর ম্যাচ জয়ী ৭৬ রানের ইনিংস

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স র‍ংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে। র‍ংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করলেও, রাজশাহী ওয়ারিয়র্স এই লক্ষ্য পূরণ করে ১৯.১ ওভারেই। মাত্র ৩ উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে রাজশাহী।

র‍ংপুরের ব্যাটিংয়ে তাওহীদ হৃদয় ছিলেন ঝড়ো। মাত্র ৫৬ বল খেলে ৮টি চার এবং ৬টি ছয় মেরে অপরাজিত ৯৭ রান করেন। তাঁর ব্যাটিংয়ে দলের রান বড় হয়। তাছাড়া খুশদিল শাহ ২৯ বলে ৪৪ রান যোগ করলেও লিটন দাস, ইফতিখার আহমেদরা তেমন কিছু করতে পারেননি।

ম্যাচের শেষদিকে খুশদিল শাহ আউট হওয়ার পর নির্ধারিত ওভার শেষে র‍ংপুর রাইডার্স ১৭৭ রানে ৪ উইকেটে থেমে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিং শুরু হয় আত্মবিশ্বাসের সঙ্গে। মুহাম্মদ ওয়াসিম ৫৯ বল খেলে ৮৭ রান করে দলকে এগিয় দেন। তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত ৪২ বল খেলে ৭৬ রান যোগ করে। এই জুটি প্রতিটি ওভারকে কার্যকর করে ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করে।

এই জুটি ই ইনিংসই রাজশাহীকে ১৯.১ ওভারে ৩ উইকেটে ১৭৯ রানে লক্ষ্য পূরণে সাহায্য করে। চেজের শুরু থেকেই দল ধারাবাহিকভাবে রান সংগ্রহ করতে থাকে এবং কখনোই জয়ের পথে কোন হুমকি তৈরি হয়নি।

র‍ংপুর রাইডার্সের পক্ষে আকিফ জাভেদ ২ উইকেট নেন, মুস্তাফিজুর রহমান ১ উইকেট নেন। তবে বাকিরা তেমন প্রভাব ফেলতে পারেননি।