মুস্তাফিজ বাদে ক্ষুব্ধ বাংলাদেশের সরকার, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
চট্টগ্রামকে হারিয়ে রংপুরের ৫ উইকেটের জয়
-
2
মুস্তাফিজ বাদে ক্ষুব্ধ বাংলাদেশের সরকার, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
-
3
নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং ব্যর্থতায় সিলেট টাইটান্সের ৬ উইকেটে জয়
-
4
পরেরবার আইপিএলে নাম দেয়ার আগে বেশ কয়েকবার ভেবে দেখবেন তানজিম সাকিব
-
5
রুটের শতক আর হেডের ঝড়ে অ্যাশেজ নাটক অব্যাহত, অস্ট্রেলিয়া ১৬৬-২, ইংল্যান্ডের লিড ২১৮
মুস্তাফিজ বাদে ক্ষুব্ধ বাংলাদেশের সরকার, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
মুস্তাফিজ বাদে ক্ষুব্ধ বাংলাদেশের সরকার, আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার খবর পাওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের সব খেলার সম্প্রচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ সোমবার সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমকে চিঠি দিয়ে জানিয়েছে, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া আইপিএলে মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার খবর দৃষ্টিগোচর হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়ার জনাব মুস্তাফিজুর রহমান-কে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।"
আরো বলা হয়েছে, "এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।"
