রিশাদের ঘূর্ণিতে ভেঙে পড়ল স্ট্রাইকার্স, হ্যারিকেনসের দাপুটে জয়

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 14 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
রিশাদের ঘূর্ণিতে ভেঙে পড়ল স্ট্রাইকার্স, হ্যারিকেনসের দাপুটে জয়

রিশাদের ঘূর্ণিতে ভেঙে পড়ল স্ট্রাইকার্স, হ্যারিকেনসের দাপুটে জয়

রিশাদের ঘূর্ণিতে ভেঙে পড়ল স্ট্রাইকার্স, হ্যারিকেনসের দাপুটে জয়

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৩৭ রানে হারিয়েছে হোবার্ট হ্যারিকেনস।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্রাইকার্স। ব্যাট করতে নেমে হ্যারিকেনস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান। লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে অ্যাডিলেড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১৪১ রানে, ৯ উইকেট হারিয়ে।

অ্যাডিলেট স্ট্রাইকার্সের ইনিংস ধসের মূল কারিগর ছিলেন রিশাদ হোসেন। চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। তার ঘূর্ণিতে হ্যারি ম্যানেনটি, জেমি ওভারটন এবং লুক উডকে ফেরান তিনি।

রিশাদের আঁটসাঁট বোলিং শুধু উইকেটেই সীমাবদ্ধ ছিল না, তার ওভারগুলোতে রান তুলতে না পারায় স্ট্রাইকার্স ব্যাটারদের ওপর চাপ বাড়তে থাকে। সেই চাপের ফলেই অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে নিয়মিত।

এর আগে হ্যারিকেনসের ব্যাটিংয়ে দ্রুত রান তোলেন মিচেল ওউইন ও রেহান আহমেদ, যা দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে টেনে নেয় হ্যারিকেনস বোলাররা, যেখানে রিশাদ ছিলেন সবচেয়ে উজ্জ্বল।