প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 22 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান
ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। বুধবার রাঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, যা ম্যাচে দারুণভাবে কাজে লাগে।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে স্বাগতিক শ্রীলঙ্কা। মাত্র ৩৮ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বসে দলটি। কুশল মেন্ডিস (১৪), পাথুম নিশাঙ্কা (১২), ধনঞ্জয়া ডি সিলভা (১০) ও শূন্য রানে কুশল মিশারার বিদায়ে চাপ বাড়ে শ্রীলঙ্কার ইনিংসে। এরপর জানিথ লিয়ানাগে কিছুটা লড়াই গড়ে তোলার চেষ্টা করেন। তিনি ৪০ রান করলেও বড় জুটি গড়তে পারেননি। চরিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন সমান ১৮ রান করে।
শেষ দিকে দ্রুত উইকেট পতনের ফলে শ্রীলঙ্কার ইনিংস থামে ১২৮ রানে, হাতে থাকে মাত্র ৪ বল। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন সালমান মির্জা ও আবরার আহমেদ দুজনই শিকার করেন ৩টি করে উইকেট। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাদাব খান নেন দুটি করে উইকেট।
১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা করে আক্রমণাত্মক ভঙ্গিতে। পাওয়ারপ্লেতেই দলীয় ফিফটি তুলে নেয় তারা। সাইম আইয়ুব ১৮ বলে ২৪ রান করে ফিরলেও ইনিংসের ভিত গড়ে দেন সাহিবজাদা ফারহান। তিনি ৫১ রানের কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক সালমান আগা করেন ১১ বলে ১৬ রান।
মাঝপথে ফখর জামান দ্রুত ফিরে গেলে কিছুটা চাপ তৈরি হলেও উইকেটরক্ষক উসমান খান ও শাদাব খানের জুটি দলকে সহজ জয়ের পথে নিয়ে যায়। ১৬.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা।
এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৯ জানুয়ারি এবং তৃতীয় ম্যাচ ১১ জানুয়ারি, সবগুলোই ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে দুই দলই।
