আরব আমিরাতে ১-০’তে এগিয়ে গেল বাংলাদেশ

আরব আমিরাতে ১-০’তে এগিয়ে গেল বাংলাদেশ
আরব আমিরাতে ১-০’তে এগিয়ে গেল বাংলাদেশ
২০২৫ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। ওপেনার পারভেজ ইমনের সেঞ্চুরির পর বাংলাদেশ ৭ উইকেটে করে ১৯১ রান। ১৯২ রানের বড় টার্গেট টপকাতে নেমে ১৬৪ রানের বেশি করতে পারেনি আরব-আমিরাত। আর তাতেই ২৭ রানের জয়, সিরিজে লিটন দাসের দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতল বাংলাদেশ। পারভেজের সেঞ্চুরির পর বোলারদের কল্যাণে শারজাহতে বাংলাদেশের সহজ জয়। শেষ বলে ১৬৪ রানে অলআউট আরব আমিরাত।
বড় লক্ষ্য তাড়ায় নেমে ওপেনিং জুটিতেই ৪০ রানের সংগ্রহ পেয়ে যায় আরব আমিরাত। হাসান মাহমুদের শিকার হওয়ার আগে অভিষেকে ৯ বলে ৯ রান করেন মোহাম্মদ জোহাইব। বোলিংয়ে এসেই হাসানের ব্রেক থ্রু। এরপর মুস্তাফিজুর রহমান বল হাতে নিয়েই বিদায় করেন আলিশান শারাফুকে, ৩ বল খেলে ১ রান করতে পারেন তিনি।
৩৯ বলে দুই ছক্কা ও সাত চারে ৫৪ রান করেন মোহাম্মদ ওয়াসিম। দ্রুত রান তুলতে থাকা ওয়াসিমকে বিদায় করে বাংলাদেশকে এগিয়ে দেন তানজিম হাসান সাকিব। মোহাম্মদ ওয়াসিমের পর রাহুল চোপড়াকেও ফেরালেন সাকিব। পরপর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যানকে আউট করে সাকিবের বাজিমাত।
এরপর তানভীর ইসলামের শিকার হওয়ার আগে ৭ বলে ৩ রান করেন ধ্রুব পারাশার। ৫ বলে ৪ রান করে ফেরেন সানচিত। ২০ বলে ৪২ রান করে ভয়ংকর রূপ নেওয়া আসিফ খানকেও বিদায় করেন হাসান মাহমুদ। ইনিংসের শেষ ওভারে সহ-অধিনায়ক শেখ মেহেদী পেলেন জোড়া উইকেটের দেখা। আর তাতেই ১৬৪ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ ম্যাচ জিতল ২৭ রানে।