Image

বাঘিনীদের তিনে তিন, উড়ছেন নিগার, উড়ছে তাঁর দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 13 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাঘিনীদের তিনে তিন, উড়ছেন নিগার, উড়ছে তাঁর দল

বাঘিনীদের তিনে তিন, উড়ছেন নিগার, উড়ছে তাঁর দল

বাঘিনীদের তিনে তিন, উড়ছেন নিগার, উড়ছে তাঁর দল

স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির ৮৩ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানেই আটকে যায় স্কটল্যান্ডের নারীরা। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৩৫ রানের ইশমা তানজিম ফিরে গেলে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন ফারজানা হক এবং শারমিন আক্তার। ক্যাচ আউট হয়ে দুজনেই ফেরেন ৫৭ রান করে। 

তারপর অধিনায়ক জ্যোতির ঝড়ো ইনিংসে বড় রানের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জ্যোতি। তার ইনিংসে ছিল ১১ টি চারের মার। ফাহিমা খাতুন করেন ২২ বলে ২৬ রান। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২৭৬ রান। স্কটল্যান্ডের হয়ে দুটি উইকেট শিকার করেন ক্যাথরিন ব্রেস। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদা আক্তারের জোড়া আঘাতে ৩১ রানো ৩ উইকেট হারিয়ে ফেলে স্কটল্যান্ডের নারীরা। সারাহ ব্রেস এবং এলিসা লিস্টার ঢাক্কা সামলানোর চেষ্টা করলেও এলিসা রান আউট হন। ৪২ রান করা সারাহকে ফেরান জান্নাতুল ফেরদৌস। 

ধারাবাহিকভাবে উইকেটের পতনে ১১০ রানের ৭ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগায় স্কটল্যান্ডের ব্যাটাররা। অষ্টম উইকেটে ১২৪ বলে ১১৫ রানের জুটি গড়ে দলকে জয়ের আশা দেখান রেচেল স্লাটার এবং প্রিয়ানাজ চ্যাটার্জি। বড় বিপদ হওয়ার আগেই এই জুটি ভাঙ্গেন নাহিদা ডাক্তার। প্রিয়ানাজ ফেরেন ৬১ রানে। শেষ পর্যন্ত রেচেল অপরাজিত থাকেন ৬১ রানে। 

তবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪২ রানেই থামতে হয় স্কটিশদের। বাংলাদেশের হয়ে ৪ টি উইকেট শিকার করেন নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস নেন ২ টি উইকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three