Image

‘'আমার বাংলাদেশি ভাই... রিশাদ, তুমি গেম চেঞ্জার'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
‘'আমার বাংলাদেশি ভাই... রিশাদ, তুমি গেম চেঞ্জার'

‘'আমার বাংলাদেশি ভাই... রিশাদ, তুমি গেম চেঞ্জার'

‘'আমার বাংলাদেশি ভাই... রিশাদ, তুমি গেম চেঞ্জার'

দুর্দান্ত বোলিং পারফর্ম্যান্সে দলকে জেতানোর পর লাহোর কালান্দার্সের ড্রেসিংরুমে দেখা মিলে হাস্যোজ্জ্বল রিশাদ হোসেনের। ম্যাচ শেষে রিশাদকে রীতিমতো প্রশাংসা বন্যায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা। 

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের স্বপ্নের মতো অভিষেক, ৩ উইকেট নিয়ে জেতালেন লাহোর কালান্দার্স দলকে। কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল লাহোর। পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরেছিল লাহোর কালান্দার্স। সেই ম্যাচের একাদশে জায়গা পাননি রিশাদ হোসেন। 

কিন্তু পরের ম্যাচেই রিশাদ পান খেলার সুযোগ, রাওয়ালপিন্ডির মাঠে নেমেই করলেন বাজিমাত। রাইলি রুশোকে বোল্ড করে রিশাদ পান পিএসএলে নিজের প্রথম উইকেটের দেখা। এরপর এক ওভারে নেন জোড়া শিকার। ৪ ওভারের কোটায় রিশাদ ৩ উইকেট নিতে খরচ করেছেন ৩১ রান।

ড্রেসিংরুমে পুরো দলের সামনে রিশাদ হোসেনকে ‘বাংলাদেশি ভাই’ সম্বোধন করে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি “গেম চেঞ্জার” (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছ এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three