Image

নাইটহুড পাচ্ছেন ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাইটহুড পাচ্ছেন ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসন

নাইটহুড পাচ্ছেন ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসন

নাইটহুড পাচ্ছেন ইতিহাসের সফলতম পেসার জিমি অ্যান্ডারসন

ক্রিকেটে অবদানের জন্য ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন পাচ্ছেন নাইটহুড উপাধি। ২১ বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলা সেই অ্যান্ডারসন এবার নাইটহুড পাচ্ছেন। নামের সামনে যুক্ত হচ্ছে- স্যার জেমস অ্যান্ডারসন।

২০২৪ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে প্রথম টেস্ট দিয়ে ২১ বছরের ক্যারিয়ারের ইতি ঘটে অ্যান্ডারসনের। কিংবদন্তি এই পেসারের ক্যারিয়ার থামে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে। 

যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকায় জেমস অ্যান্ডারসনকে একমাত্র ক্রীড়াবিদ হিসেবে নাইট উপাধি দেওয়া হবে। জেমস অ্যান্ডারসন তার ২১ বছরের ইংল্যান্ড ক্যারিয়ারের রেকর্ড-ব্রেকিং স্বীকৃতিস্বরূপ নাইটহুড পেতে চলেছেন।

অবসরের পরের টেস্ট থেকেই নতুন দায়িত্ব শুরু হয় তার। পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন ইংল্যান্ড দলে। শুরুতে শুধু ইংলিশ গ্রীষ্মে কাজ করার কথা থাকলেও পরে পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরেও তাকে কোচের দায়িত্ব রেখে দেয় ইংল্যান্ডের বোর্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three