আইসিসির মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার

আইসিসির মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার
আইসিসির মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি মার্চ মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। ভারতের শ্রেয়াস আইয়ার এবং অস্ট্রেলিয়ার উদীয়মান তারকা জর্জিয়া ভল নির্বাচিত হয়েছেন মার্চ মাসের সেরা খেলোয়াড়।
ভারতের হয়ে আইয়ারের দ্বিতীয়বারের মতো এই পুরস্কার অর্জন। সদ্যসমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি দলকে তৃতীয়বারের মতো শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে আইয়ার ৫৭.৩৩ গড়ে মোট ১৭২ রান করেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচজয়ী ৭৯ রানের ইনিংস, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিরাট কোহলির সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি এবং ফাইনালে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি যা ভারতের জয়ে মূল ভূমিকা রাখে।
পুরস্কার প্রাপ্তির পর আইয়ার বলেন, "আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া আমার জন্য অনেক বড় সম্মান, বিশেষ করে এমন এক মাসে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছি। এটা আজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।"
এদিকে ২১ বছর বয়সী জর্জিয়া ভল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকেই আলো ছড়িয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে প্রথমবারের মতো প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন তিনি।
অকল্যান্ডে ৩০ বলে হাফ সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইয়ে ৩৬ রান এবং ওয়েলিংটনে ৫৭ বলে ৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে সিরিজে অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।