Image

বারবার কনকাশন হওয়া পুকোভস্কি ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বারবার কনকাশন হওয়া পুকোভস্কি ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন

বারবার কনকাশন হওয়া পুকোভস্কি ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন

বারবার কনকাশন হওয়া পুকোভস্কি ২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন

বারবার মাথায় চোট পাওয়ার কারণে অস্ট্রেলিয়ান ব্যাটার উইল পুকোভস্কি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ প্যানেল তাঁর খেলাধুলা চালিয়ে যাওয়াকে ঝুঁকিপূর্ণ বলে মত দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি।

সর্বশেষ গত মার্চে শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে হেলমেটে বল লাগলে পুকোভস্কি কনকাশনে (মাথায় আঘাতজনিত জটিলতা) আক্রান্ত হন। ওই ঘটনার পর তিনি পুরো অস্ট্রেলিয়ান গ্রীষ্মের বাকি অংশে মাঠের বাইরে থাকেন এবং ২০২৪ সালের ইংলিশ মৌসুমের জন্য লিসেস্টারশায়ারের সঙ্গে থাকা চুক্তি থেকেও সরে দাঁড়ান।

মঙ্গলবার SEN Mornings অনুষ্ঠানে তিনি বলেন, "আমি আর ক্রিকেট খেলব না। এটা আমার জন্য খুব কঠিন একটা বছর ছিল। কিন্তু সোজা ভাষায় বললে, আমি আর কোনও স্তরের ক্রিকেটে অংশ নেব না।"

মাত্র একটি টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটার আরো বলেন, "এক টেস্ট খেলা অনেক খেলোয়াড়ের তালিকা আছে। দুর্ভাগ্যবশত, আমার ক্রিকেটযাত্রা সেখানেই শেষ।"

২৭ বছর বয়সী পুকোভস্কি ৩৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৫.১৯ গড়ে ২,৩৫০ রান করেছেন, যেখানে রয়েছে সাতটি শতক। ২০২০/২১ মৌসুমে সিডনিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে তিনি করেন ৬২ ও ১০ রান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three