Image

১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা

১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা

১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশের মেয়েরা

মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরির পর ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনার জোড়া ফাইফারের সামনে পাত্তাই পায়নি থাই মেয়েরা। 

পাকিস্তানের লাহোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। টার্গেট টপকাতে বাংলাদেশের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে ৯৩ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়লেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার। জ্যোতি সেঞ্চুরি পূর্ণ করলেও শারমিনের আক্ষেপ ছয় রানের। ৮০ বলের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও এক ছক্কায়। অপরপ্রান্তে থাকা শারমিন ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তাদের ১৩৮ বলে ১৫২ রানের জুটিটি বাংলাদেশের যে কোনো ফরম্যাটে সর্বোচ্চ।  

এরপর বোলিংয়ে দুই স্পিনার ফাহিমা খাতুন আর জান্নাতুল ফেরদৌস সুমনা শিকার করেন জোড়া ফাইফার। ৫ ওভারে মাত্র ৭ রান খরচায় জান্নাতুল নেন পাঁচ উইকেট, যা ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। আরেক ফাইফারের স্বাদ পাওয়া ফাহিমা অবশ্য রান খরচ করেন ২১। 

থাইল্যান্ড নারী দলের কেবল ৩ ব্যাটার এদিন ছুঁতে পারেন দুই অংকের রান। সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার সানিদা সুত্তিরুয়াঙ্গের ব্যাট থেকে। শুরু থেকে শেষ অবদি ধুঁকতে ধুঁকতে একশো রানও করতে পারেনি তারা। মাত্র ৯৩ রানে থাই মেয়েদের থামিয়ে দিয়ে বাংলাদেশ পেল ১৭৮ রানের বড় জয়। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three