Image

১৬৭ রানের জয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৬৭ রানের জয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

১৬৭ রানের জয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

১৬৭ রানের জয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৭৬ রান সংগ্রহ করে নিগার সুলতানার দল পাকিস্তানকে গুটিয়ে দেয় মাত্র ১০৯ রানেই। প্রস্তুতি ভালোই হলো নিগার সুলতানার দলের। 

পাকিস্তানে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে দারুণ ফর্মে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মূল টুর্নামেন্ট শুরুর আগে দুই প্রস্তুতি ম্যাচে বেশ দাপট দেখিয়েই জিতল টাইগ্রেসরা। আগের ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদের ৫ উইকেটে হারিয়ে এবার পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ১৬৭ রানে জয়ী।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। টার্গেট টপকাতে নেমে ৩৯.১ ওভারে মাত্র ১০৯ রানেই অলআউট হন পাকিস্তান নারী 'এ' দল। 

বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ৯ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। শেষ দিকে ৮ চারে ৩৪ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন জান্নাতুল ফেরদৌস সুমনা। দিলারা আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রান। এর আগে ফিফটি হাঁকিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার ফারজানা হক। 

বড় লক্ষ্য তাড়ায় নেমে ফাহিমা খাতুন-রাবেয়া খানদের বোলিং তোপে ৩৯.১ ওভারে ১০৯ রানেই গুঁড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস।  মারুফা, ফাহিমা ও রাবেয়া ২টি করে উইকেট নেন। দুই ওপেনার উইকেট হারান ব্যক্তিগত ২ রানে থেকেই। তবে তিনে নামা দুয়া মজিদ ৩২ আর শেষদিকে উম্মে হানি অপরাজিত ২৬ রান করেন।

পাকিস্তান 'এ' দলের ব্যাটারদের মধ্যে এদিন কেবল ৩ জন ছুঁয়েছেন দুই অংকের রান। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three