Image

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

নারী ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় নারী ক্রিকেট দলের নির্বাচন কমিটি। আগামী ২৭ এপ্রিল থেকে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। উদ্বোধনী ম্যাচে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এই সিরিজের আরেকটি দল দক্ষিণ আফ্রিকা। 

আসন্ন ত্রিদেশীয় সিরিজে ভারতীয় নারী দলের নেতৃত্বে থাকছেন হারমনপ্রীত কৌর, সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন স্মৃতি মান্ধনা। দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ কাশভি গৌতম, এন শ্রী চরানি ও শুচি উপাধ্যায়। 

২১ বছর বয়সী পেসার কাশভি গৌতম সদ্যসমাপ্ত নারী আইপিএলে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন। বাঁহাতি স্পিনার চরানি দিল্লি ক্যাপিটালসের হয়ে দুটি ম্যাচে ৪ উইকেট নেন। আর শুচি উপাধ্যায় ডিসেম্বরের নারী ওয়ানডে ট্রফিতে ১৮ উইকেট নিয়ে হন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

চোটের কারণে রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধুকে বিবেচনায় নেওয়া হয়নি বলে জানিয়েছে বিসিসিআই। একই সঙ্গে শেফালি বর্মাকেও দলে ডাকা হয়নি।

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল-

হারমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, অমনজোত কৌর, কাশভি গৌতম, স্নেহা রানা, অরুন্ধতী রেড্ডি, তেজাল হাসাবনিস, শ্রী চরানি, শুচি উপাধ্যায়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three