Image

রুতুরাজের পরিবর্তে ১৭ বছরের বিস্ময় বালক চেন্নাই সুপার কিংসে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রুতুরাজের পরিবর্তে ১৭ বছরের বিস্ময় বালক চেন্নাই সুপার কিংসে

রুতুরাজের পরিবর্তে ১৭ বছরের বিস্ময় বালক চেন্নাই সুপার কিংসে

রুতুরাজের পরিবর্তে ১৭ বছরের বিস্ময় বালক চেন্নাই সুপার কিংসে

ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ফলে আবার পুরানো ধোনির কাছেই এলো সিএসকের নতুন নেতৃত্ব। আর রুতুরাজের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ১৭ বছর বয়সী মুম্বাইয়ের ওপেনার আয়ুষ মাত্রেকে।

আয়ুষ মাত্রে চলমান আইপিএলের বাকি অংশের জন্য চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে যুক্ত হয়েছেন। মুম্বাইয়ের ১৭ বছরের ক্রিকেটার আয়ুষ মাত্রে এবারই প্রথম আইপিএল মাতাবেন। 

মুম্বাইয়ের বিস্ময় বালক দু'সপ্তাহ ট্রায়ালও দিয়েছেন সিএসকের সাথে। এরপর তাঁকে সই করানোর সিদ্ধান্ত নেয় চেন্নাই ম্যানেজমেন্ট। ৩০ লক্ষ রুপির ভিত্তি মূল্যের মাত্রে নিলামে অবিক্রিত ছিলেন।

মুম্বাইয়ের হয়ে ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন আয়ুষ মাত্রে। নামের পাশে রয়েছে দুটি শতরান এবং একটি ফিফটির ইনিংস। মুম্বাইয়ের হয়ে ৭টি লিস্ট এ ম্যাচেও খেলেন এই তরুণ ব্যাটার। নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রান আয়ুষের সর্বোচ্চ। বড় রান করা তাঁর বিশেষত্ব। বিজয় হাজারেতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৪৮ রান তার উদাহরণ। 

এবার মহেন্দ্র সিং ধোনিদের হলুদ জার্সিতে তাঁর অভিষেক হয় কিনা সেটাই দেখার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three