রিতু মনির ব্যাটে চড়ে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

রিতু মনির ব্যাটে চড়ে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
রিতু মনির ব্যাটে চড়ে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৮ বল ও ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় টাইগ্রেসরা। এটি বাংলাদেশ নারী দলের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
রবিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। দলীয় ৬ রানে শুরুতেই রান আউটের ফাঁদে পড়ে আইরিশ ওপেনার সারাহ ফরবেস। অধিনায়ক গ্যাবি লুইস ২৪ ও এমি হান্টারের ৩৩ রানে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ৭৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান করেন লরা দিলানি।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাড়ায় ২৩৫ রান। বাংলাদেশের পক্ষে ৩ টি উইকেট নেন রাবেয়া খান ও ২ টি উইকেট নেন ফাহিমা খাতুন।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানে ২ ওপেনার কে হারায় বাংলাদেশ। চাপের মুখে ৫২ রানের জুটি করে দলকে স্বস্তি দেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৪ রানে ফিরলে অর্ধশতক তুলে নিয়ে বিদায় নেন জ্যোতি ও। তারপর এক প্রান্ত আগলে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন রিতু মনি। রিতু মনি কে সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। তবে ১৮৬ রানে বাংলাদেশের ৮ উইকেট পড়ে যাওয়ার পর হারের শঙ্কা জাগে।
কিন্তু বোলার নাহিদা আক্তারকে নিয়ে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন রিতু মনি। ৩৪ বলে ৫৪ রানের জুটি গড়ে দলকে উপহার দেন জয়। নবম উইকেটে এটি ই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। রিতু মনি অপরাজিত থাকেন ৬৭ রানে এবং নাহিদা অপরাজিত থাকেন ১৮ রানে।