পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের টিকিট, হেরে গেলেও সুযোগ থাকবে...
- 1
রিশাদ ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে, উন্নতি করেছেন পারভেজ ইমন
- 2
টানা দুই শিরোপা জয়ের খুব কাছে রংপুর রাইডার্স
- 3
দক্ষিণ আফ্রিকায় টাইগার যুবাদের দারুণ শুরু
- 4
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা আন্দ্রে রাসেলের, শেষ মঞ্চ স্যাবাইনা পার্কেই
- 5
নারী ক্রিকেটারদের ব্যস্ত মৌসুম, ২০২৫-২৬ ক্যালেন্ডার ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের টিকিট, হেরে গেলেও সুযোগ থাকবে...
পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের টিকিট, হেরে গেলেও সুযোগ থাকবে...
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারের শীর্ষ দুই দলের মধ্যে জায়গা করে নিতে আর মাত্র একটি জয় দূরে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বিশ্বকাপে যেতে বাংলাদেশের সামনে যে হিসাব। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেই আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে বাংলাদেশের। তাতে মিলবে বিশ্বকাপের টিকিট।
টানা তিনটি ম্যাচে জয় তুলে নিলেও গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে বাছাইপর্বে প্রথম ধাক্কা বাংলাদেশের। উইন্ডিজের কাছে আজ হেরে গেলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই বিশ্বকাপের নিশ্চিত হয়ে যাবে।
পাকিস্তানের কাছে হারলেও টিকে থাকবে আশা, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল ও রানরেটের উপর নির্ভর করতে হবে। পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে হলে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে নিগার সুলতানা জ্যোতি ও তার সতীর্থদের।
থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বড় জয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর দুই উইকেটের রোমাঞ্চ জয় আয়ারল্যান্ডের বিপক্ষে, স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৪ রানে তৃতীয় জয় তুলে নেয় দলটি। আর সর্বশেষ ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে ভারত বিশ্বকাপের টিকিটের জন্য আরও অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। আগামী ১৯ এপ্রিল বাছাই পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।