Image

ওপেনাররা ব্যর্থ, তাই ডাকা হলো ফর্মে থাকা এনামুল বিজয়কে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওপেনাররা ব্যর্থ, তাই ডাকা হলো ফর্মে থাকা এনামুল বিজয়কে

ওপেনাররা ব্যর্থ, তাই ডাকা হলো ফর্মে থাকা এনামুল বিজয়কে

ওপেনাররা ব্যর্থ, তাই ডাকা হলো ফর্মে থাকা এনামুল বিজয়কে

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দিয়েই আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন এনামুল হক বিজয়। এক বছরেরও বেশি সময় পর ফের ডাক পেলেন লাল-সবুজের জার্সিতে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ডানহাতি টপ-অর্ডার ব্যাটারকে। 

বিজয়কে ফেরানোর কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'আমার মনে হয় ওপেনারদের যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদেরকে তাদের আউটের ধরণ দেখলেই বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোন বাধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।'

বিজয় সব সময় বিসিবির ভাবনায় ছিলো জানিয়ে তিনি আরো বলেন, 'বিজয় সবসময়ই আমাদের প্রক্রিয়ায় ছিল, ভাবনায় ছিল। কোনো ক্রিকেটারকে দলে ফেরানোর জন্য আগে ‘এ’ দলে খেলানোর প্রক্রিয়াটা অনুসরণ করছিলাম। সেই ধারায় গত বছর পাকিস্তানে ‘এ’ দলের সফরে বিজয় ছিল।'

'আমরা যাদের ওপর ভরসা রাখছিলাম, তাদেরকে বের করে নেওয়ার আগে যেন যথেষ্ট সময় পায় এবং খেলার পরই যেন বাদ দেওয়া হয়, সেই চেষ্টা করছিলাম। শুরুতে তাই এক টেস্টের দল দেওয়া হয়েছে। প্রথম টেস্টে (ওপেনাররা) ব্যর্থ হওয়ায় একটা সুযোগ তৈরি হয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণেই বিজয় ছন্দে আছে। আমরা তো এমনিতে ফর্মের সংকটে ভুগি। ফর্মে থাকা কাউকে সেভাবে পাই না। এবার কিছু ক্রিকেটার ব্যতিক্রম।'

৩২ বছর বয়সী বিজয়ের সর্বশেষ টেস্ট ছিল ২০২২ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া মঞ্চে ব্যাট হাতে ছিলেন অবিশ্বাস্য ছন্দে। এনসিএল, বিপিএল আর ডিপিএল প্রতিটি টুর্নামেন্টেই দৃষ্টিনন্দন পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three