এনামুল হক বিজয়কে ডেকে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এনামুল হক বিজয়কে ডেকে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এনামুল হক বিজয়কে ডেকে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা
বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস। মাত্র ৪ দিনের মাথায় জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে প্রথম টেস্ট হারল নাজমুল হোসেন শান্তর দল। বিকালে লজ্জার পরাজয় দেখার পর রাতে সিরিজের পরের টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লম্বা সময় পর সাদা পোশাকের দলে ফিরলেন ওপেনার এনামুল হক বিজয়। ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরির দিনে বিজয় পেলেন স্বস্তির উপহার।
জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেটে সদ্য শেষ হওয়া প্রথম টেস্টের দল থেকে পরের ম্যাচের জন্য দু'টি পরিবর্তন আনা হয়েছে। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার এনামুল হক বিজয়কে জাতীয় দলের অ্যাসাইনমেন্টে ডাকা হয়েছে। বিজয়কে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে জাকির হাসানকে, তিনি অবশ্য সিলেট টেস্টের একাদশেই ছিলেন না।
৩২ বছর বয়সী তারকা ব্যাটার এনামুল হক বিজয় সর্বশেষ ২০২২ সালে টেস্ট খেলেছিলেন। পেসার নাহিদ রানার পরিবর্তে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে দলে নেওয়া হয়েছে। পিএসএল খেলতে নাহিদ রানা যাবেন পাকিস্তানে। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক মিলল তানভীর ইসলামের।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।