আলোকস্বল্পতায় অনেক আগেই খেলা বন্ধ, ১১২ রানের লিড বাংলাদেশের

আলোকস্বল্পতায় অনেক আগেই খেলা বন্ধ, ১১২ রানের লিড বাংলাদেশের
আলোকস্বল্পতায় অনেক আগেই খেলা বন্ধ, ১১২ রানের লিড বাংলাদেশের
বৃষ্টিতে ভেসে যায় সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ হারায় ৩ উইকেট। জয়-মুমিনুল-মুশফিককে হারিয়ে চা বিরতিতে গেলেও পরের সেশনে আর কোনো বিপদ ঘটেনি। তবে আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের অনেক আগেই বন্ধ হয়ে যায় দিনের খেলা। আজ সবমিলিয়ে মাত্র ৪৪ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ১১২ রানের।
সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ১১২ রানে। ৫৭ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৩ বলে ৬০ রান নিয়ে। মুশফিকের বিদায়ের পর শান্তকে সঙ্গ দিতে এসে জাকের আলি অনিক অপরাজিত ২১ রানে।
অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে দারুণ কিছুর আশা দেখাচ্ছেন শান্ত ও জাকের। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে দায়িত্বশীল ব্যাটিং করে যান অধিনায়ক। ৮৪ বলে ৭ চারের মারে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট ফিফটি।
তার ব্যাটেই এখন বড় লিডের আশা দেখছে বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিক শেষ বেলায় শান্তকে সঙ্গ দিয়েছেন দারুণভাবে। আলোকস্বল্পতায় খেলা বন্ধ, ১১২ রানে এগিয়ে বাংলাদেশ। ৬০ বল খেলা জাকের আলি আগামীকাল নামের পাশে ২১ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নামবেন।
আগামীকাল টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে নিশ্চয় বড় লক্ষ্য দিতে চাইবে বাংলাদেশ।