৩০০ রান হলে খুব ভালো, যদি না হয় ২৭০ অথবা ২৮০: মুমিনুল

৩০০ রান হলে খুব ভালো, যদি না হয় ২৭০ অথবা ২৮০: মুমিনুল
৩০০ রান হলে খুব ভালো, যদি না হয় ২৭০ অথবা ২৮০: মুমিনুল
আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়। বাংলাদেশ এগিয়ে আছে ১১২ রানে। ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৩ বলে ৬০ রান নিয়ে। দলকে টানছেন দায়িত্বশীল ব্যাটিংয়ে। মুশফিকের বিদায়ের পর শান্তকে সঙ্গ দিতে এসে জাকের আলি অনিক অপরাজিত ২১ রানে। এই জুটির পর মিরাজ-তাইজুলদের ব্যাটে চড়ে জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ।
অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে দারুণ কিছুর আশা দেখাচ্ছেন শান্ত ও জাকের। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে দায়িত্বশীল ব্যাটিং করে যান অধিনায়ক। টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে নিশ্চয় বড় লক্ষ্য দিতে চাইবে বাংলাদেশ।
এই টেস্টে কত দূর যেতে চায় বাংলাদেশ? সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক জানালেন, '৩০০ রানের উপরে দিলে ভালো। ৩০০ না হলেও ২৭০-৮০, ৩০০ হলে আরও বেটার পজিশনে চলে যাব আমরা।'
মুমিনুল ৪৭ রান করে আউট হলেও নাজমুল শান্ত ৬০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাকের আলি অনিক। এখনও ব্যাটিংয়ে নামা হয়নি মেহেদী হাসান মিরাজের। চতুর্থ দিনে কি করবে বাংলাদেশ? মুমিনুল হক জানালেন দলের ভাবনার কথা, 'হ্যাঁ আত্মবিশ্বাসী কারণ তাদের পরে যারা আছে তাইজুল, হাসান এরাও ব্যাট করতে পারে। এ জন্য আত্মবিশ্বাসটা বেশি আরকি।'
'এসব জায়গায় আমাদের আরেকটু, মিরাজ আছে, ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে। কালকে সকালে কঠিন হতে পারে, ক্যালকুলেটিভ হতে হবে। খেলা একটা সময় হয়ত ছাড়বে, আমরা ধরব, ক্রাঞ্চ মোমেন্টে আমাদের আরও লম্বা সময় অনেক মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। ভালো জুটি গড়তে পারে ৩০০ এর কাছাকাছি যাওয়া সম্ভব।'
তৃতীয় দিনের অর্ধেক সময়ের খেলা ভেসে যাওয়ায় চতুর্থ দিন বুধবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে ১০টায়।