দুঃসময়ে মুমিনুল পাশে দাঁড়িয়েছেন মুশফিকের

দুঃসময়ে মুমিনুল পাশে দাঁড়িয়েছেন মুশফিকের
দুঃসময়ে মুমিনুল পাশে দাঁড়িয়েছেন মুশফিকের
বাংলাদেশ দলের সফলতম টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে পুরোপুরি ব্যর্থ। প্রথম ইনিংসে ১৮ বলে ৪ রান, পরের ইনিংসে নেমে ২০ বলে ৪ রান করে ফেরেন মুশফিক। অফ-ফর্মের এই কঠিন সময়ে মুমিনুলকে পাশে পেয়েছেন মুশফিক। মুমিনুল বিশ্বাস করেন, মুশফিক আগের চেয়ে এখন আরও ভালো খেলবেন।
অভিজ্ঞ মুশফিকুর রহিম ব্যাট হাতে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে নিজের উইকেট হারান। মুশফিক স্বস্তি দিতে না পারলেও বাংলাদেশ অবশ্য ঘুরে দাঁড়িয়েছে অধিনায়ক নাজমুল শান্ত আর জাকের আলির ব্যাটে।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মুমিনুল হকের কাছেই জানতে চাওয়া; মুশফিকুর রহিমের অফ-ফর্ম নিয়ে তারা চিন্তিত কি না? টানা ১২ ইনিংসে ফিফটি নেই মুশফিকুর রহিমের, তবুও মুশফিককে নিয়ে বড় আশা করছেন।
'আমি কোনোভাবেই উনাকে (মুশফিকুর রহিম) নিয়ে চিন্তিত না। এখন যেহেতু দুই ফরম্যাট থেকে অবসর, এখন আরও ভালো খেলবে আমার মনে হয়। একটা লাইনেই থাকবেন আপনি তখন ভালো করা সহজ হয়ে যায়।'
'দীর্ঘদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, জানেন কীভাবে ঘুরে দাঁড়াতে হবে, কীভাবে রান করতে হবে। সবার যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না, তিনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন। তার রান কতটা গুরুত্বপূর্ণ ছিল, কতটুকু কী করতে পারেন। আর তিনি যখনই খেলেন, ম্যারাথন ইনিংস খেলেন। এত তাড়াতাড়ি কোনো কিছু ভুলে যাওয়া উচিত না।'
মুমিনুল হক মনে করিয়ে দিলেন দেশের ক্রিকেটের জন্য় মুশফিকের যত অবদান। টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধু এক সংস্করণে খেলেন বলে সামনে তিনি আগের চেয়ে ভালো খেলবেন, এমনটাই বিশ্বাস মুমিনুলের।